ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সাফল্যটা ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ

তৌফিকুল ইসলাম
🕐 ২:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ০৭, ২০১৯

দ্বিতীয় সপ্তাহেও সাফল্য ধরে রেখেছে গোলাম সোহরাব দোদুল পরিচালিত ছবি ‘সাপলুডু’। এ ছবিটি নিয়ে অভিনেতা জাহিদ হাসান কথা বলেছেন তৌফিকুল ইসলামের সঙ্গে।

সাপলুডু ছবিটি দর্শকদের হলমুখো করেছে। আপনার কেমন লাগছে?
যেকোনো সাফল্যই মানুষের ভালো লাগে। সে সাফল্যটা ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ। এটা যদি ঠিকমতো হয় এবং প্রেক্ষাগৃহে এটার ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে তাহলে এটা ইতিবাচক হবে। একটা ভালো দিয়ে তো কিছু যায় আসে না। দর্শক হলমুখী হচ্ছে, সবাই মিলে দেখতে আসছে। হাউসফুল হয়ে যাওয়ায় সিনেমা হলে গিয়ে টিকিট পাচ্ছে না, এটা ভালোই লাগছে।

বাংলা ছবির আকালের কথা বলা হয়, এমন সংকটে এ ছবিটি সাফল্য পাচ্ছে...
আপনাকে যদি হঠাৎ একবেলা পোলাও খাওয়ানো হয়, আপনার ভালো লাগবেই। একটা ছবি দিয়ে তো সবকিছু বিচার করা যাবে না। বাংলা ছবিতে একটা বড় ব্যাপার ঘটেছে বলছেন। এটা তো আসলে সবসময়ের জন্যই, প্রতি সপ্তাহে হোক, প্রতি মাসে হোক একটি করে ভালো ছবি আসতে হবে। তাহলে এ আকালটি চলে যাবে। বছরে একটা ছবি আসাতে আকাল কখনোই কমবে না।

সময় দেওয়ার জন্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।

 
Electronic Paper