ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মঞ্চ

‘স্তালিন’ নাটকের দুই প্রদর্শনী

বিনোদন প্রতিবেদক
🕐 ১:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৯

সেন্টার ফর এশিয়ান থিয়েটারের নতুন প্রযোজনা ‘স্তালিন’। এটি অনুবাদ করেছেন রায়হান আখতার। নির্দেশনায় রয়েছেন কামালউদ্দীন নীলু। কয়েক মাস আগে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।

নাটকটি মঞ্চায়নের পর ঐতিহাসিক সত্যের কিছু অপব্যাখ্যার অভিযোগে দর্শকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বিষয়টি নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়।

আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির দুই মঞ্চায়নের আয়োজন করা হয়েছে।

নাটকের গল্পে উঠে এসেছে এমন এক সময়ের গল্প যখন সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে ছিলেন জোসেফ স্তালিন।

তিনি মনে করতেন মৃত্যুই সব সমস্যার সমাধান, মানুষ না থাকলে সমস্যাও থাকবে না। নাটকে আইজেনস্টাইডনের একটি সিনেমা দেখছিলেন স্তালিন। এটি দেখার মাঝপথে স্তালিন ক্ষিপ্ত হয়ে ওঠেন। ঘটনাটি ঘটে স্তালিনের বাগানবাড়িতে।

সেখানে তিনি ডেকে পাঠান তার পলিটব্যুরোর সদস্যদের। যদিও সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন স্তালিনের মেয়ে সভেৎলানা, তার সেক্রেটারি আলেকজান্ডার পসক্রেবিশেভ এবং দেহরক্ষী মেজর ভ্লাসিক।

 
Electronic Paper