ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রাঙ্গণেমোর নাট্যদলের ঈর্ষা

মঞ্চ

বিনোদন প্রতিবেদক
🕐 ৮:১৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৯

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর পরপারে পাড়ি জমান প্রখ্যাত এই সাহিত্যিক। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাটকের দল প্রাঙ্গণেমোর মঞ্চস্থ করবে ‘ঈর্ষা’ নাটকটি।

আগামী ২১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হবে এটি। সৈয়দ শামসুল হক রচিত নাটকটির নির্দেশনায় রয়েছেন অনন্ত হিরা।

এ নাটকে সংলাপ রয়েছে মাত্র ৭টি এবং চরিত্র ৩টি। নাটকটিতে অভিনয় করছেন নূনা আফরোজ, রামিজ রাজু ও অনন্ত হিরা।

মঞ্চ পরিকল্পনা করেছেন শাহীনুর রহমান, আলো জিল্লুর রহমান, সংগীত রামিজ রাজু ও পোশাক নূনা আফরোজ।

নাটকটি নিয়ে অভিনেত্রী নূনা আফরোজ বলেন, ‘ফিরে এসেছে বিষণ্নতার মাস। বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার সৈয়দ শামসুল হককে হারাবার মাস। ব্যক্তি শামসুল হকের প্রস্থান হয় কিন্তু সব্যসাচী লেখক, কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, গল্পকার, নাট্যকার সৈয়দ শামসুল হকের প্রস্থান বা মৃত্যু নেই। তিনি ছিলেন, আছেন, থাকবেন।

তার তুমুল উপস্থিতি অনুভব করতে হলে শিল্পকলা একাডেমিতে আসুন, দেখুন তার লেখা বাংলা নাট্য রচনা রীতিতে এক অনন্য নিরীক্ষা।’ অভিনেতা রামিজ রাজু বলেন, ‘দর্শকদের উদ্দেশ্যে বলব, একবার হলেও নাটকটি দেখে যান। কারণ এটি অদ্ভূত একটি নাটক।’

 
Electronic Paper