ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এশিয়ান টেলিভিশনে

শতবর্ষের পথে বঙ্গবন্ধু

বিনোদন প্রতিবেদক
🕐 ১১:৩০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ০৯, ২০১৯

এশিয়ান টেলিভিশনের বিশেষ আয়োজন ‘শতবর্ষের পথে বঙ্গবন্ধু’ প্রচারিত হচ্ছে প্রতি সোমবার সন্ধ্যা ৭ টায়। অনুষ্ঠানটির এবারের অতিথি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান।

বেলাল হোসাইনের উপস্থাপনায় এ বিশেষ টেবিল টক প্রযোজনায় রয়েছেন রফিকুল ইসলাম রলি। অনুষ্ঠানে স্মৃতিচারণের একপর্যায়ে অধ্যাপক আবদুল মান্নান বলেন, আমি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদের সভাপতি, স্বাধীনতা শিক্ষক পরিষদের চেয়ারম্যান। বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে আমার সম্পর্ক, মুক্তিযুদ্ধে আমার অবদান, যা আমি কখনও বলিনি, নিজেকে আজ খুব অসহায় মনে হচ্ছে।

একপর্যায়ে তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, বঙ্গবন্ধুর মৃত্যুতে যারা উচ্ছ্বাস প্রকাশ করেছিল আজ তারা সরকারের গুরুত্বপূর্ণ পদে আদিষ্ট, অনেক ক্ষেত্রে আজ তারা ডিসিশন মেকার। আমার দুর্ভাগ্য এই মহান নেতার শতবর্ষ উদযাপন কমিটিতে আমার নাম নেই।

 
Electronic Paper