ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

‘হীনমন্যতায় ভুগিনি’

বিনোদন প্রতিবেদক
🕐 ৩:১৭ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৯

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী মিডিয়ার চলমান সংকট নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়া মানুষকে এক অন্তহীন হীনমন্যতার টোপে আটকে ফেলছে। যার কারণে সৃষ্টিশীল, সৃজনশীল জিনিস হুমকির মুখে, চরম সংকটের মুখে পড়ছে। এখন ছবি ব্যবসা সফল না হলেও আর হীনমন্যতায় ভুগিনি।’

গতকাল দুপুরে সোশ্যাল হ্যান্ডেলে সৃষ্টিশীলদের সমর্থনে লোক পাওয়া যায় না উল্লেখ নির্মাতা ফারুকী বলেন, ‘ভোক্তা আজকে নতুন ছেলেদের সঙ্গে কথা বললে দেখি, ভিউ’র চাপে তারা ম্রিয়মাণ! তারা নতুন ছবি বানানোর, নতুন সুর করার, নতুন কথা লিখার আগেই ভাবে সংখ্যাগরিষ্ঠ খাবে তো? তার দোষই বা কি? তাকে সমর্থন দিয়ে আগাইতে সাহায্য করবে সেই ভোক্তা কই? যে ভোক্তা আলাদা হইয়া নতুন সুর, নতুন চিন্তা, নতুন কথাকে ছোট হইলেও একটা ধারায় পরিণত করার কথা সে নিজেই তো অস্তিত্বের সংকটে হংসমতো ধুঁকছে। স্রোতের মধ্যে হাঁসের মতে মাথাটা লুকাইয়া কোনমতে অস্তিত্ব টিকাইয়া রাখার সংগ্রামে মানবজাতিকে নামাইয়া দিল যে সোশ্যাল মিডিয়া, আমরা তার কোনো নিয়ামতকে অস্বীকার করিব?’

 
Electronic Paper