ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রাজলক্ষ্মী হলেন জ্যোতিকা জ্যোতি

বিনোদন প্রতিবেদক
🕐 ২:১৭ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৯

কলকাতার সিনেমায় অভিনয়ের সুখবর জ্যোতিকা জ্যোতি দিয়েছিলেন ২০১৭ সালের শুরুর দিকে। ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’ নামের সেই ছবিটির কাজ শেষ হয়েছে এরই মধ্যে। আগামী ২০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি। মুক্তির আগেই গত মঙ্গলবার প্রকাশিত হলো এর ট্রেইলার। সেখানে দেখা যাচ্ছে, আধুনিক রাজলক্ষ্মী জ্যোতিকা জ্যোতি, নায়ক ঋত্বিকসহ ছবির কেন্দ্রীয় চরিত্রগুলোকে। এর মাধ্যমে প্রথমবার ভারতের ছবিতে কাজ করলেন বাংলাদেশের জ্যোতিকা জ্যোতি।

ছবি প্রসঙ্গে জ্যোতি বলেন, ‘আমাদের ছবিটি অবশেষে ২০ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে। ছবির প্রচারণার লক্ষ্যে সামনে এলো ট্রেলার। এরই মধ্যে অনেকেই ট্রেলারটি দেখেছেন। আমার শুভাকাক্সক্ষীরা শুভকামনা জানাচ্ছেন। অনেক হাত তালি পাচ্ছি।’

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’ ছবিটি নির্মাণ করেছেন ‘বাকিটা ব্যক্তিগত’-খ্যাত কলকাতার পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য। ছবিটিতে দেখা যাবে, রাজলক্ষ্মী বাংলাদেশ থেকে কলকাতায় চলে যাওয়া ছিন্নমূল পরিবারের একটি মেয়ে। পরে নারী পাচার চক্রের ফাঁদে পড়ে যাকে নামতে হয় দেহ ব্যবসায়ও।

 
Electronic Paper