ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নাটক ‘বাম পাঁজরের হাড়’

বিনোদন প্রতিবেদক
🕐 ৬:৪৪ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৯

শাহেদ আর সুপ্তির দুই বছরের সংসার কোনো মতেই সুখের হচ্ছে না। সারাক্ষণ এটা ওটা নিয়ে ঝগড়া লেগেই থাকে। ফলে দুজন মিলেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। নিজেদের স্বার্থেই আপসে তারা বিচ্ছেদের পথে পা রাখেন।

এক ছাদের নিচের জীবন থেকে আলাদা জীবনে ভিন্ন অভিজ্ঞতা শুরু হয় দুজনের। গল্প মোড় নেয় অন্যদিকে। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘বাম পাঁজরের হাড়’। রণক ইকরামের রচনায় এটি পরিচালনা করেছেন কাজী ইমরান হাসান।

ডেডলাইন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এ নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন ফাহিম ইসলাম, সেমন্তী সৌমি, দোলন দে, সিন মিলন প্রমুখ।

নাটকটি নিয়ে ফাহিম ইসলাম বলেন, গতানুগতিক ভাবনার বাইরে গিয়ে দাম্পত্য জীবনের বাস্তব একটি গল্পের নাটক ‘বাম পাঁজরের হাড়’। এখানে চরিত্র ও সংলাপের মুন্সিয়ানা দর্শকের ভালো লাগবে। নাটকটি ডেডলাইন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেল প্রকাশ হয়েছে।

 
Electronic Paper