ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভূত হইতে সাবধান

বিনোদন প্রতিবেদক
🕐 ২:৪৬ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৯

গত ৮ আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে নতুন ইউটিউব চ্যানেল কারখানা এন্টারটেইনমেন্ট। তাদের প্রথম নাটক হিসেবে গত ১৫ আগস্ট এসেছে ‘ভূত হইতে সাবধান’।

এদিন অবমুক্ত করা হয়েছে নাটকটির প্রথম পর্ব। আরও দুটি পর্ব শিগগিরই এতে প্রকাশ হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। জনপ্রিয় নির্মাতা শরাফ আহমেদ জীবনের রচনা ও পরিচালনায় নির্মিত এ নাটকটি ঈদের তৃতীয় দিন প্রচারিত হয়েছে নাগরিক টিভিতে। তবে একক নাটক হিসেবে টিভিতে প্রচারিত হলেও কারখানা এন্টারটেইনমেন্ট-এ দেখা যাবে তিন পর্বে। যার ফলে পুরো নাটকটি দেখতে পারবেন দর্শকরা। 

পরিচালক শরাফ আহমেদ জীবন বলেন, ‘নাটকটির দৈর্ঘ্য বেশ বড়। টেলিভিশনে একটা নির্দিষ্ট দৈর্ঘ্যরে মধ্যে প্রচার করতে হয়। সম্পাদনা করে অনেক কিছুই বাদ দিতে হয়েছে। তবে ইউটিউবে সেই সুযোগ নেই। আমরা ২৩ মিনিটের তিন পর্বে ভাগ করে তিন দিনে মোট ৬৯ মিনিটের একটা পূর্ণাঙ্গ নাটক আপলোড করছি। আশা করছি দর্শকরা উপভোগ করবেন।’

এতে অভিনয় করেছেন মিশু সাব্বির, তমা মির্জা, ইয়াশ রোহান, সাফা কবীর, হুমায়ূন সাধু, কচি খন্দকার প্রমুখ। চ্যানেলটি প্রসঙ্গে এ নির্মাতা বলেন, ‘কারখানা এন্টারটেনইমেন্ট মূলত বিনোদন-নির্ভর চ্যানেল হিসেবে কাজ করবে। এতে নাটক, মিউজিক ভিডিওসহ বিনোদনের সব ধরনের বিষয় থাকবে।’

 
Electronic Paper