ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আব্বাস ছবির সাফল্য

প্রশংসায় ভাসছেন নিরব

বিনোদন প্রতিবেদক
🕐 ৩:২৮ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৯

ঢাকাই সিনেমার ক্ষেত্রে অধিকাংশ সময়ই উৎসব পার্বণে মুক্তি পাওয়া সিনেমা ছাড়া অন্য কোনো সিনেমা আলোচনায় আসতে দেখা যায় না। অনেক দিন পরই এর ব্যতিক্রম ঘটল সাইফ চন্দন পরিচালিত ‘আব্বাস’ সিনেমাটির ক্ষেত্রে। মুক্তির আগেই ছবিটির ট্রেলার ও গান ছবিটির প্রতি দর্শকের আগ্রহ তৈরি করতে সক্ষম হয়েছিল।

বিশেষ করে ছবিটিতে পুরান ঢাকার আঞ্চলিক ভাষার ব্যবহার ও নিরবের লুক আগ্রহী করে দর্শকদের। গত ৫ জুলাই সারা দেশে মুক্তি পাওয়া ‘আব্বাস’ দ্বিতীয় সপ্তাহেও বেশ কিছু সিনেমা হলে চলছে। নিরব আব্বাস রূপে হাজির হয়ে দর্শকের মন জয় করতে সক্ষম হয়েছেন। তার বাস্তব প্রমাণ হলো এখন নিরবকে ‘আব্বাস’ নামে ডাকছেন অনেকেই। ‘এই শহরে আব্বাস ২০ বছর ঘুমায় না’ ছবির সংলাপটিও এখন ঘুরছে মানুষের মুখে মুখে। এ কথা বলার অপেক্ষা রাখে না ছবিটি নিরবের ক্যারিয়ারে নতুন পালক যোগ করল। ছবিটির সাফল্যে বেশ উচ্ছ্বসিত নিরব।

তিনি বলেন, ‘সব সময় নিজেকে নতুনভাবে দর্শকের সামনে উপস্থাপন করতে ভালো লাগে। নতুন কিছু দর্শক গ্রহণ করলে আরও ভালো লাগে। ‘আব্বাস’ ছবিটির সাফল্য আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। প্রচুর ভালোবাসা পেয়েছি ছবিটির জন্য। এখনো পাচ্ছি। আমি মনে করি, ছবিটির সাফল্য আসলে ঢাকাই সিনেমার সাফল্য। আব্বাসের জয় হয়েছে, দর্শকদের হলে টানতে পেরেছে ছবিটি এটাই বড় ব্যাপার।’

নিরব আরও বলেন, ‘আব্বাসের মতো একটি চরিত্রে অভিনয় করা আমার জন্য বড় একটা চ্যালেঞ্জিং ছিল। অনেক কষ্ট করেছিলাম ছবিটির জন্য, সেই কষ্ট করা সার্থক হয়েছে। নির্মাতা সাইফ চন্দন ভালো একটি গল্প বাছাই করেছিলেন, নির্মাণেও মুন্সিয়ানা দেখাতে সক্ষম হয়েছেন।’

 
Electronic Paper