ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রাচ্যনাটের নতুন নাটক

বিনোদন প্রতিবেদক
🕐 ১০:১৬ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০১৯

প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইনের নতুন নাটক ‘নাট্যকারের সন্ধানে ছয় চরিত্র’। ইতালিয়ান নাট্যকার লুইজি পিরান্দেল্লোর এ নাটকটি বাংলায় অনুবাদ করেছেন খাইরুল আলম সবুজ ও নির্দেশনা দিয়েছেন মিতুল রহমান।

আজ সোমবার সন্ধ্যায় নাটকটি পরিবেশিত হবে। স্কুলের ৩৬তম ব্যাচের সমাপনী প্রযোজনা হিসেবে এটি মঞ্চে আসছে। প্রাচ্যনাট সূত্রে জানানো হয়েছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে সন্ধ্যা ৬টায় ব্যাচটির সনদপত্র বিতরণ হবে। সেখানেই হবে নাটকটির মঞ্চায়ন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক আজফার হোসেন ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমি। নাট্য প্রদর্শনী ছাড়াও ওই দিন মিলনায়তনের বাইরে থাকবে উন্মুক্ত পোস্টার প্রদর্শনী।

নির্দেশক মিতুল রহমান বলেন, ?‘ওরা যতটা বাস্তব নয়, ততটাই সত্য’-নাটকটি পড়ে এটাই আমার প্রথম অনুভূতি। নাটকটিকে কোনো সময় বা স্থানে বেঁধে দেওয়া হয়নি। নাটকের বিষয়বস্তু তুলে ধরতে শিক্ষার্থীদের আপ্রাণ চেষ্টা থাকবে এতে।

ইতালিয়ান নাট্যকার লুইজি পিরান্দেল্লোর এ নাটকটি ১৯২১ সালে প্রথম প্রকাশিত হয়। এটিকে অ্যাবসার্ড মেটাথিয়েটার নাটক হিসেবে গণ্য করা হয়। এই নাটকে বারবার বলা হয়েছে, চরিত্রের বাস্তবতাই বাস্তব, অভিনয়শিল্পীরা নয়।

 
Electronic Paper