ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

স্থূলকায় নারী মেহজাবীন

বিনোদন প্রতিবেদক
🕐 ৮:৫৫ অপরাহ্ণ, জুলাই ১২, ২০১৯

পর্দার অভিনেত্রী মেহজাবিন অধিকাংশ ক্ষেত্রেই একই রকম। হয়তো কারও প্রেমিকা বা স্ত্রী। মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণিতেই তার চরিত্র ঘোরাফেরা করে অধিকাংশ নাটকে। আর এতে তিনি সফল। তার অভিনীত নাটক প্রচণ্ড জনপ্রিয় দর্শক মহলে।

গ্ল্যামারাস মেহজাবীন চরিত্রের প্রয়োজনে অভিনয় করেন ডি-গ্ল্যাম চরিত্রে।

গল্পের জন্য আরও অনেক চ্যালেঞ্জ নিতেই তিনি প্রস্তুত। যেমন তিনি চ্যালেঞ্জ নিয়েছেন ‘মায়া সবার মতো না’ নাটকে। এই নাটকে তিনি স্থূলকায় এক নারীর চরিত্রে অভিনয় করেছেন এবং এখানে তিনি নিম্নবিত্ত শ্রেণির। মূলত স্থূলকায় এক নারীর সংগ্রাম নিয়েই নাটকটির কাহিনী, সংলাপ ও পরিচালনা করেছেন সাগর জাহান।

তিনি নাটকটি প্রসঙ্গে বলেন, ‘স্থূলকায় এক নারীকে সমাজ কীভাবে দেখে, জীবনের বিভিন্ন ক্ষেত্রে তার সংগ্রাম কেমন, এই বিষয়গুলোই দেখানো হয়েছে নাটকে। এই চরিত্রটির পাশাপাশি একজন স্মার্ট ছেলের চরিত্রও আছে। কিন্তু গল্পটি প্রেমের না।’

স্মার্ট সেই ছেলেটির চরিত্রে অভিনয় করেছেন তাহসান। এই ছেলেটির অফিসেই চাকরির জন্য পরীক্ষা দিতে যায় মেহজাবিন। একটি প্রতিযোগিতামূলক সমাজে একজন বিত্তশালী ও স্মার্ট ছেলের দৃষ্টিকোণ থেকে এক স্থূলকায় নারীকে দেখা যাবে ‘মায়া সবার মতো না’ নাটকে।

নাটকটির দৃশ্যধারণ শেষ। ঈদের নাটক হিসেবে এটি প্রচার হবে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে।

 
Electronic Paper