ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রাধারমণ লোক উৎসব

বিনোদন প্রতিবেদক
🕐 ৫:৫০ অপরাহ্ণ, জুন ২০, ২০১৯

গীতিকবি রাধারমণ দত্তের লোকগান ও তার জীবনদর্শন নিয়ে কানাডার টরন্টো শহরে উৎসবের আয়োজন করা হচ্ছে। এতে সংগীত পরিবেশনের জন্য ঢাকা থেকে যাচ্ছেন ফোক ঘরানার তিন শিল্পী চন্দনা মজুমদার, পিন্টু ঘোষ ও আশিক। আগামীকাল ২১ জুন আগা খান মিউজিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘রাধারমণ ফোক ফেস্টিভ্যাল ২০১৯’।

জানা গেছে, টরন্টো প্রবাসী কয়েকজন শিল্পীও এ উৎসবে গাইবেন। তারা হলেন তমা পাল, তমা রায় ও সাবু শাহ। ধামাইল সংগীতের প্রবর্তক রাধারমণ দত্তের ধামাইল নৃত্য পরিবেশন করবেন স্থানীয় শিল্পীরা। থাকছে সুকন্যা নৃত্যাঙ্গনের পরিবেশনাও। একটি বিশেষ পর্বে অংশ নেবেন টরন্টো বাংলাদেশ কনসাল জেনারেল, সংসদ সদস্য, রাজনীতিবিদ, সমাজকর্মীসহ সুধীজন।

রাধারমণ ফোক ফেস্টিভ্যালের আহ্বায়ক সুদীপ সোম রিংকু জানান, ‘সাধক কবি রাধারমণকে নিয়ে কানাডায় প্রথমবারের মতো এ ধরনের উৎসব আয়োজন করা হলো। এতে পুরোটাই তার গানে গানে সাজানো হবে।’ উৎসবের আয়োজক প্রতিষ্ঠান ড্যানফোর্থ এক্সপ্রেস।

 
Electronic Paper