ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঢাকায় হলিউডের ৩ ছবি

বিনোদন প্রতিবেদক
🕐 ৭:০১ অপরাহ্ণ, জুন ১৯, ২০১৯


২১ জুন হলিউডের তিনটি ছবি একসঙ্গে মুক্তি পাচ্ছে ঢাকার স্টার সিনেপ্লেক্সে। ছবিগুলো হলো, ‘মেন ইন ব্ল্যাক : ইন্টারন্যাশনাল’, ‘দ্য সিক্রেট লাইফ অব পেটস ২’ এবং ‘টয় স্টোরি ৪’।

খবরটি নিশ্চিত করেছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। তিনটি ছবিই দেখা যাবে রাজধানীর বসুন্ধরা সিটি ও সীমান্ত সম্ভারের হলগুলোতে।

প্রায় সাত বছর আগে মুক্তি পেয়েছিল ‘মেন ইন ব্ল্যাক’ সিরিজের সর্বশেষ ছবি। এরপর লম্বা বিরতির পর পর্দায় এসেছে সিরিজের চতুর্থ ছবি ‘মেন ইন ব্ল্যাক : ইন্টারন্যাশনাল’। ছবির পরিচালক এফ গ্যারি গ্রে। আগের ছবিগুলোতে ‘এজেন্ট জে’ ও ‘এজেন্ট কে’ চরিত্রে অভিনয় করেছিলেন যথাক্রমে উইল স্মিথ ও হলিউডের প্রখ্যাত অভিনেতা টমি লি জোনস।


এদিকে ২০১৬ সালে মুক্তি পাওয়া অ্যানিমেশন ছবি ‘দ্য সিক্রেট লাইফ অব পেটস’ রাতারাতি ব্লকবাস্টারে পরিণত হয়। সবমিলিয়ে এ ছবির আয় ছিল ৮৭৫ দশমিক ৫ মিলিয়ন ডলার। এ রকম আর্থিক সাফল্যের পর এর সিক্যুয়াল হওয়াটাই স্বাভাবিক। দর্শকরাও অপেক্ষা করছিলেন পরবর্তী ছবির জন্য। অবশেষে মুক্তি পেয়েছে ‘দ্য সিক্রেট লাইফ অব পেটস ২’।


অন্যদিকে ৯ বছর পর আবারও পর্দায় হাজির হচ্ছে পিক্সার অ্যানিমেশন স্টুডিওজ প্রযোজিত এবং ওয়াল্ট ডিজনি পিকচার্স পরিবেশিত ‘টয় স্টোরি’ সিরিজের চতুর্থ কিস্তি ‘টয় স্টোরি ৪’। এবারের কিস্তি নির্মাণ করেছেন জোশ কুলি।

 
Electronic Paper