ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ক থা সা মা ন্য @ খোলা কাগজ

রাজার মেয়ের অনেক পাওয়ার

তৌফিকুল ইসলাম
🕐 ২:২৭ অপরাহ্ণ, মে ২৭, ২০১৯

‘সুলতানা সুরাইয়া’ ধারাবাহিক নাটকটি এনটিভিতে প্রতি সপ্তাহের রোববার থেকে মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হচ্ছে। এ নাটকে সুলতানা সুরাইয়া চরিত্রে অভিনয় ও অন্যান্য প্রসঙ্গে শিশুশিল্পী মৌনতা কথা বলেছে তৌফিকুল ইসলামের সঙ্গে

তুমি কোন ক্লাসে পড়ো?
আমি ক্লাস ওয়ানে পড়ি।

স্কুলের নাম কি?
মনিপুর হাইস্কুল অ্যান্ড কলেজ।

তোমার নাটক তো টিভিতে তিন দিন দেখায়, কেমন লাগে?
অনেক ভালো লাগে।

শুটিং করার সময় সবার সঙ্গে অভিনয় করতে কেমন লেগেছিল?
বেশ ভালো লেগেছে।

সবাই তোমাকে বুঝিয়ে দিয়েছে কীভাবে অভিনয় করতে হবে?
হ্যাঁ, বুঝিয়ে দিয়েছে। ডিরেক্টর আঙ্কেল আমাকে খুব সুন্দর করে সবকিছু বুঝিয়ে দেয়।

বকা দেয় না?
না, তবে মাঝে মাঝে বকা দেয়।

স্কুলে ক্লাসমেটরা কি তোমার নাটক দেখে?
হ্যাঁ, ওরা আমার নাটক দেখে। শুধু ওরা না, আমার স্যারও দেখে।

স্যার তোমার নাটক দেখে কী বলে?
স্যার বলে কখন তোমার নাটকের শুটিং হবে?

আর ক্লাসমেটরা...
ওরা অনেক খুশি হয়।

পড়াশোনার পাশাপাশি নাটক করছো, তোমার আব্বু-আম্মু কতটা সাপোর্ট দেয়?
বাবাও সাপোর্ট দেয়, আম্মুও সাপোর্ট দেয়। শুটিংয়ের সময় সেটে নিয়ে যাওয়া, ড্রেস পরিয়ে দেওয়াসহ সবকিছু আম্মু করে দেয়।

পড়াশোনা করতে তোমার কেমন লাগে?
খুব ভালো লাগে।

এই যে নাটক করো, পড়াশোনায় সমস্যা হয় না?
মাঝে মধ্যে সমস্যা হয়। তবে আমি শুটিং করার সময় বই নিয়ে যাই। শুটিংয়ের ফাঁকে ফাঁকে পড়ি। আর আমি সময় পেলেই পড়ি।

এমনিতে ক্লাস-পরীক্ষায় সমস্যা হয় না তো?
না, সমস্যা হয় না।

তুমি বড় হয়ে কী হতে চাও?
আমি খবর পড়ব।

টিভিতে যারা খবর পড়ে, তাদের দেখে তোমার ভালো লাগে?
হ্যাঁ, খুব ভালো লাগে।

তোমার কী সামনেও অভিনয় করার ইচ্ছে আছে?
হ্যাঁ, আমি আরও নাটকে অভিনয় করতে চাই। আমার অনেক ইচ্ছে আছে অভিনয় করার।

সুলতানা সুরাইয়া নাটকে তোমার ক্যারেক্টার নিয়ে বলো...
নাটকে আমি রাজার মেয়ের ক্যারেক্টারে অভিনয় করেছি। রাজার মেয়ের অনেক পাওয়ার থাকে।

অনেক পাওয়ার?
হ্যাঁ।

দর্শক তোমাকে নাটকে কী হিসেবে দেখে? ভালো মেয়ে হিসেবে দেখে?
হ্যাঁ, ভালো মেয়ে হিসেবে দেখে।

ভালো থেকো, ধন্যবাদ।
আমার জন্য দোয়া করবেন।

 
Electronic Paper