ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মে দিবসে ফকির আলমগীরের গান

বিনোদন প্রতিবেদক
🕐 ৬:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৯

মে দিবসের গান কিংবা বিশেষ আয়োজন মানেই চলে আসে গণসংগীতশিল্পী ফকির আলমগীরের নাম। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ধারাবাহিকভাবে তিনি গানে গানে প্রতিবাদ করে আসছেন।

সেই ধারাবাহিকতায় দীর্ঘ বিরতির পর তার কণ্ঠে যুক্ত হলো শ্রমজীবীদের নিয়ে নতুন একটি গান। ভালোবাসা তুমি শিরোনামের এ গানটি লিখেছেন লিমন আহমেদ।
মুরাদ নূরের সুরে এর সংগীতায়োজন করেছেন অভিজিৎ জিতু। ইতোমধ্যে গানের রেকর্ডিং শেষ হয়েছে। চলছে ভিডিও তৈরির কাজ।

ভালোবাসা তুমি ঘামে ভেজা নোনতা কবিতা/ভালোবাসা তুমি আপসের কাছে বন্দি মানবতা/ভালোবাসা তুমি ক্ষুধার্ত রাতে সখিনার চুম্বন/ভালোবাসা তুমি রোজ রোজ মরে বাঁচার আন্দোলন-এমন কাব্যিক কথায় গাঁথা হয়েছে বিশেষ এ গানটি। গানের প্রসঙ্গে ফকির আলমগীর বলেন, দীর্ঘদিন পর বিশেষ দিবসের জন্য মৌলিক গান গাইলাম।

এই আয়োজনের পুরো কৃতিত্ব মুরাদ নূরের। ওর শৈল্পিক জ্বালাতনে আমি আনন্দিত। মেহনতি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে লিমন ও নূরের সমন্বয় আমাকে মুগ্ধ করেছে। তরুণদের এমন বিশুদ্ধ ভাবনায় পথ হারাবে না বাংলাদেশ। জয় হোক শ্রমজীবী মানুষের। জয় হোক মে দিবসের।

গানটির সুরকার মুরাদ নূর জানান, মে দিবসে ভালোবাসা তুমি গানটির অডিও-ভিডিও প্রকাশ পাচ্ছে সিডি ভিশনের ইউটিউব চ্যানেলসহ ইন্টারনেটের কয়েকটি মাধ্যমে।

 
Electronic Paper