ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সুবীর নন্দীরকে নেওয়া হতে পারে আমেরিকায়

নিজস্ব প্রতিবেদক
🕐 ৩:১৪ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৯

দুই দফা হার্ট অ্যাটাক করার পর রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসকরা সুবীর নন্দীকে লাইফ সাপোর্টে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছিলেন। সুবীর নন্দীর পারিবারিক সূত্রে জানা গেছে, সুবীর নন্দীর অবস্থা আপাতত কিছুটা ভালো। সবকিছু ধীরে ধীরে অনুকূলে আসছে। তবে হার্টের অবস্থা একটু জটিল। চিকিৎসকরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে জানিয়েছেন সুবীর নন্দীর হার্টের অবস্থা বেশ নাজুক।

সূত মতে, এর আগে আমেরিকায় সুবীর নন্দীর হার্টের অপারেশন করতে গিয়েও সেখানকার চিকিৎসকরা করতে পারেননি। এখানকার চিকিৎসকরা আবারও তাকে আমেরিকায় অপারেশন করার পরামর্শ দিয়েছেন। কারণ তারা ঝুঁকি নিতে চাইছেন না।

চিকিৎসক সূত্রে জানা যায়, বিদেশে নিয়ে যাওয়ার মতো শারীরিক সক্ষমতা সুবীর নন্দীর আছে। এখানে আর দুই দিন চিকিৎসা নেবেন তিনি। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে আমেরিকায় নেওয়ার চিন্তা-ভাবনা করা হচ্ছে।

সুবীর নন্দী বর্তমানে সিএমএইচ-এর আইসিউতে আছেন। তবে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়েছে।

 

 

 
Electronic Paper