ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দুরন্ত টিভিতে ‘গুড্ডুবুড়া’

বিনোদন প্রতিবেদক
🕐 ২:২৯ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৯

ছোটদের জন্য লেখা আনিসুল হকের সেরকম একটি মজার চরিত্র ‘গুড্ডুবুড়া’। এতদিন গুড্ডুবুড়া বইয়ের পাতাতেই ছিল। এবার ছোটদের প্রিয় এই চরিত্র নাটক হয়ে আসছে টেলিভিশন পর্দায়। নাটকের নাম ‘গুড্ডুবুড়া’। ২৬ পর্বের এই ধারাবাহিকটি নির্মাণ করেছেন তোফায়েল সরকার। নাটকটি আগামীকাল থেকে দুরন্ত টিভিতে প্রচারিত হবে।

গুড্ডুবুড়ার বয়স ৮। তাকে নিয়ে মা-বাবা আছে মহাচিন্তায়। সে ঠিকমতো খায় না। তাই তার বুদ্ধিও হয় না। গুড্ডুবুড়া যখন ঠিকমতো খায়, তখন সে বুদ্ধিমান হয়ে যায়। মাথা খাটিয়ে সে অনেক মজার মজার কা- করে। ছোট্ট এই ছেলেটির চমৎকার সব বুদ্ধিমত্তার গল্প নিয়েই নাটক গুড্ডুবুড়া।

ধারাবাহিক এই নাটকে গুড্ডুবুড়ার চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী কাওসার বিন মামুন এবং গুড্ডুবুড়ির চরিত্রে রয়েছে শিশুশিল্পী তাসফিয়া আনান রুপন্তি।

এছাড়া মা ও বাবার চরিত্রে রয়েছেন ফারহানা মিলি ও রওনক হাসান। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফকরুল ইসলাম, সোনিয়া হাসান, পাভেল ইসলামসহ আরও অনেকে।

দুরন্ত টিভিতে প্রতি শুক্র ও শনিবার সকাল ৭.৩০ মিনিটে ও রাত ৮.৩০ মিনিটে প্রচারিত হবে ২৬ পর্বের নতুন এই ধারাবাহিক নাটকটি।

 
Electronic Paper