ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠান

বিনোদন প্রতিবেদক
🕐 ১:০২ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় আফরিন রহমান মিথিলা, নুসরাত জাহান অর্পি, রেহনুমা রাইয়ান অপ্সরী, জুনায়েদ হাসান জাহিন, রাশিক ইবতেশাম মুক্তিযুদ্ধের ছবি আঁকতে আঁকতে গল্প করছিল শহীদ মুনীর চৌধুরীর ছোট ছেলে আসিফ মুনীর তন্ময়ের সঙ্গে।

তারা ভাবে ভালো ছবি আঁকতে হলে সে সম্পর্কে অনেক বেশি জানতে হয়। সে কারণেই তারা তন্ময় ভাইয়ের সঙ্গে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিভিন্ন জায়গায় গিয়ে মুক্তিযোদ্ধা কিংবা সেই জায়গার কোনো প্রত্যক্ষদর্শীর কাছ থেকে ঘটনাটি শোনে।

এভাবেই তারা ঘুরতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন, জগন্নাথ হল, তৎকালীন রেসকোর্স ময়দান যা বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান, মুক্তিযুদ্ধ জাদুঘর, রাজারবাগ পুলিশ লাইন্স, পুরান ঢাকার শাঁখারীবাজার, পিলখানা বা তৎকালীন ইপিআর সদর দপ্তরে।

এসব জায়গায় তাদের গল্প শোনায় : শহীদ মুনীর চৌধুরীর স্ত্রী লিলি চৌধুরী, মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, শিল্পী রফিকুন্নবী, শহীদ জ্যোতির্ময় গুহঠাকুরতার সন্তান মেঘনা গুহঠাকুরতা, শহীদ মধুসূদন দে (মধু দা)’র সন্তান অমর দে এবং আরও কয়েকজন। মনিরুল হোসেন শিপন পরিচালিত তিন পর্বের এই বিশেষ অনুষ্ঠানটি প্রচারিত হবে দুরন্ত টিভিতে ২৫, ২৬ ও ২৭ মার্চ রাত ৯টা ৩০ মিনিটে।

 
Electronic Paper