ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জল ও পানি’র মুক্তি

বিনোদন প্রতিবেদক
🕐 ১২:৪১ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০১৯

সোহেল রানা বয়াতির পরিচালনায় কবি ও চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিক’র কবিতা অবলম্বনে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জল ও পানি’ মুক্তি পেয়েছে।

জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গতকাল সোমবার বিকাল ৩টায় মুক্ত করা হয়।

বরিশালের প্রত্যন্ত গ্রাম সাতলায় ‘জল ও পানি’র চিত্রগ্রহণের কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সিনেমাটির নির্মাতা। চিত্র গ্রহণে ছিলেন ফরহাদ হোসেন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রাইসুল তমাল।

সম্পাদনা করেছেন এইচ এম সোহেল, সংগীত করেছেন রাহাত ইসলাম। যুক্তরাষ্ট্র, কানাডা, নেপাল, ভারতসহ বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করে চলচ্চিত্রটি এবং বেশকটি শাখায় পুরস্কৃত হয়। চলচ্চিত্রটি প্রসঙ্গে নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, জল ও পানির মাঝখানের একটি বিভেদের স্রোতধারা আমাদের টেনে নিয়ে যাচ্ছে কোথায়? শুধু মানুষ হিসেবে আমরা কি কোথাও দাঁড়াবো না? কোনো কাক্সিক্ষত জনপদে? আমাদের এই বিভেদ দূর করা উচিত। এটিই আমার চলচ্চিত্রের মূল বক্তব্য।

স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন বাপ্পিরাজ, নুসরাত জেরি, বদরুদ্দোজা, নিলুফার ওয়াহিদ, আ মা ম হাসানুজ্জামান ও শিশু শিল্পী আপন।

 
Electronic Paper