ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আজ রাতে ‘দূর পাহাড়ের চূড়ায়’

বিনোদন প্রতিবেদক
🕐 ১:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৯

পুলক তরুণ একজন গবেষক। স্বভাবে লাজুক। বিশেষ করে মেয়েদের সামনে পেটে বোমা মারলেও তার মুখ থেকে কথা আদায় করা মুশকিল।

এ কারণেই সে কোনো মেয়েকে বিয়ে করা তো...দূরের কথা, প্রেমও করতে পারেনি। সে তার পিএ ঝুনাকে নিয়ে এক গবেষণার কাজে আসে নেপালে। একই রিসোর্টে ওঠে তিশা। তিশা হচ্ছে একইসঙ্গে বুদ্ধিমতী ও বদমেজাজি একটা মেয়ে। তাদের পরিচয়টা বেশ মজার। পুলক অন্যমনস্ক হয়ে তিশার পেছনের চুল দেখে তার গায়ে হাত দেওয়া মাত্র তিশা রেগে ফায়ার হয়ে যায়।

পুলককে মলেস্ট করার অভিযোগে যা তা বলে। পুলক তো লজ্জায় কুকড়ে যায়। সে বারবার বোঝাতে চায়, সে ভেবেছিল তার পিএ। এ সময় তার পিএ ঝুনা এসে দাঁড়ায়।

এরপর কি ঘটে সেখানে? তা জানতে হলে দেখতে হবে নাটকটি। এমনই গল্প নিয়ে থ্রি সিক্সটি ডিগ্রি পরিবেশনায় সম্প্রতি নেপালে নির্মিত হয়েছে খ- নাটক দূর পাহাড়ের চূড়ায়। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি নির্মাণ করেছেন নাজমুল রনি। নাটকটিতে অভিনয় করেছেন- জিয়াউল ফারুক অপূর্ব, মৌসুমী হামিদ, পীরজাদা হারুন, মনিরুল ইসলাম মনির, সানিতা প্রমুখ। আজ রাত ৯টায় এনটিভিতে নাটকটি প্রচারিত হবে।

 
Electronic Paper