ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

৬০ প্রেক্ষাগৃহে ‘অন্ধকার জগত’

বিনোদন ডেস্ক
🕐 ৬:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৯

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সারাদেশে দুটি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমা দুটি হচ্ছে- ‘অন্ধাকার জগত: দ্য ডার্ক’ এবং ‘হৃদয়ের রংধনু’।

এর মধ্যে বদিউল আলম খোকন পরিচালতি ডিএ তায়েব-মাহি অভিনীত ‘অন্ধকার জগত: দ্য ডার্ক’ সিনেমাটি ৬০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। অন্যদিকে রাজিবুল হোসেন পরিচালিত ‘হৃদয়ের রংধনু’ সিনেমাটি মুক্তি পেয়েছে একটি প্রেক্ষাগৃহে।

নির্মাণের শুরুর দিকে ‘অন্ধকার জগত: দ্য ডার্ক’র নাম ছিলো ‘কাঙাল’। পরবর্তীতে নামটি পরিবর্তন করা হয়। এতে মাহি অভিনয় করেছেন গোয়েন্দা পুলিশ চরিত্রে। সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে নায়ক-প্রযোজক ডিএ তায়েককে ঘিরেই।

এদিকে ‘হৃদয়ের রংধনু’ সিনেমাটি দুই বছর সেন্সর বোর্ডে আটকে থাকার পর গত ২৩ অক্টোবর ছাড়পত্র পায়। এতে দেশি শিল্পীদের পাশাপাশি বিদেশি শিল্পীরাও রয়েছেন। এর শিল্পীরা হলেন- মিনা পেটকোভিচ (সার্বিয়া), শামস কাদির, মুহতাসিম স্বজন, খিং সাই মং মারমা প্রমুখ।

এ প্রসঙ্গে পরিচালক রাজিবুল হোসেন বলেন, টিকিটিং ব্যবস্থা দিক দিয়ে আমাদের হলগুলোর অবস্থা খুবই নাজেহাল। যে কারণে প্রযোজকরা ক্ষতিগ্রস্ত হয়। এজন্য সিদ্ধান্ত নিয়েছি, দ্বিতীয় সপ্তাহ থেকে আমরা বিকল্প ব্যবস্থায় ছবিটি প্রদর্শন করব। এ সপ্তাহে আপাতত সিনেমাটি স্টার সিনেপ্লেক্সে মুক্তি দেওয়া হয়েছে।

 
Electronic Paper