ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পাকিস্তানে নিষিদ্ধ সালমান

বিনোদন ডেস্ক
🕐 ৩:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৯

কাশ্মিরের পুলওয়ামায় আত্মঘাতী গাড়িবোমা হামলায় প্রায় ৫০ জন ভারতীয় জওয়ান নিহত হওয়ার ঘটনায় বলিউডে পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রী ও শিল্পীদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

কারণ পাকিস্তানভিত্তিক ইসলামপন্থী জঙ্গি সংগঠন জাইশ-ই-মোহাম্মদ এই হামলায় দায় স্বীকার করেছে। যার জেরে নিজের ছবি ‘নোটবুক’ থেকে প্রিয় পাকিস্তানি গায়ক আতিফ আসলামের নাম বাদ দিয়েছেন সালমান খান। এর বিপরীতে কঠোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানও।

আগামী ঈদুল ফিতরে সালমান খান অভিনীত ‘ভারত’ ছবিটি পাকিস্তানে নিষিদ্ধ করেছে দেশটির কর্তৃপক্ষ। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পরিষ্কার জানিয়ে দিয়েছে, ঈদের দুদিন আগে থেকে পরবর্তী দুই সপ্তাহ কোনো ভারতীয় ছবি পাকিস্তানে মুক্তি পাবে না।

এর আগে গত রোজার ঈদে সালমানের ‘রেস থ্রি’ পাকিস্তানে মুক্তি পায়নি। হামলার জেরে অজয় দেবগণ তার আসন্ন ‘টোটাল ধামাল’ ছবি পাকিস্তানে মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি পাকিস্তানি শিল্পীদের বলিউডে নিষিদ্ধের ব্যাপারে একমত সুপারস্টার অমিতাভ বচ্চনও।

 
Electronic Paper