ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শাস্তি পেলেন মাহমুদউল্লাহ

ক্রীড়া ডেস্ক
🕐 ৬:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৯

ব্যাটসম্যানদের বাজে পারফরম্যান্সের কারণে এক ম্যাচ আগেই ওয়ানডে সিরিজ হাতছাড়া বাংলাদেশের। নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর পরিকল্পনার মধ্যেই টাইগার শিবিরে এল দুঃসংবাদ। অফ ফর্মে থাকা মাহমুদউল্লাহ রিয়াদকে শাস্তি দিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা (আইসিসি)।

শনিবার ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ৭ রানে আউট হন মাহমুদউল্লাহ রিয়াদ। আগের ম্যাচে স্লিপে ক্যাচে দিয়ে আউট হওয়া রিয়াদ দ্বিতীয় ম্যাচেও উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন। ১৩ রানের পর ৭ রানে আউট হয়ে নিজেই নিজের ওপর হতাশ এই অলরাউন্ডার।

আউট হয়ে মাঠ ছাড়ার সময় সীমানার পাশে থাকা বেড়ায় ব্যাট দিয়ে আঘাত করেন মাহমুদউল্লাহ। আইসিসির আচরণ বিধি ভঙ্গ করায় রিয়াদের ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেয়ার পাশাপাশি তাকে দেয়া হয় একটি ডিমেরিট পয়েন্ট। একই ম্যাচে বাংলাদেশি ব্যাটসম্যানকে আউট করে অশালীন আচরণ করায় ট্রেন্ট বোল্টের ম্যাচ ফির ১৫ শতাংশ কেটে রাখে আইসিসি। মাহমুদউল্লাহ এবং ট্রেন্ট বোল্ট দুজনই আইসিসির আচরণবিধির ২.২ ও ২.৩ ধারা ভেঙেছেন।

উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে ট্রফি হাতছাড়া করেছে বাংলাদেশ। আগামী বুধবার ডানেডিনে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

 
Electronic Paper