ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শ্রীমঙ্গলে ‘পৃষ্ঠা নং ১৩২’

বিনোদন প্রতিবেদক
🕐 ৩:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৯

অর্ষা ও মিলননাটকের নাম ‘পৃষ্ঠা নং ১৩২’। ব্যতিক্রমী নামের এ একক নাটকটি নির্মিত হয়েছে শ্রীমঙ্গলের বিভিন্ন পাহাড় ও চা-বাগান ঘুরে ঘুরে। নির্মাণ করেছেন ইয়ামিন জুয়েল। দয়াল সাহার রচনায় নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও নাজিয়া হক অর্ষা। অন্য চরিত্রে আরও আছেন মাজনুন মিজান, দাউদ নূর, মর্জিনা সুমি প্রমুখ।

১১ জানুয়ারি রাত ৯টা ৫ মিনিটে এটি প্রচার হবে এনটিভির পর্দায়। নিশ্চিত করেছেন নির্মাতা জুয়েল।

এর গল্প প্রসঙ্গে নির্মাতা বজানান, উদীয়মান লেখক হাসান। একটা উপন্যাস লেখার উদ্দেশ্যে শ্রীমঙ্গলে বাল্যবন্ধু রবিনের বাংলোতে গিয়ে ওঠে। এক দিন পাহাড়ি চূড়ার ভাজে রিনি নামের এক স্বাস্থ্যকর্মীকে দেখতে পায় হাসান। ক্ষণিকের দেখা অচেনা মেয়েটি বারবার তাকে ইশারায় ডেকেছে, হাসান ছুটে গেছে মেঘে ঘেরা সেই পাহাড় চূড়ায়। শব্দের পাহাড় ডিঙিয়ে ঝিরিতে ঝাঁপিয়ে পড়ে, যেখানে গল্প খোঁজার জন্য রাত জাগতে হয় না হাসানকে। শুধু চেয়ে থাকলেই হাজারো পাতা এসে কানে কানে গল্প শোনায়।

এমনই এক নির্জনতায় হাসান হেঁটে চলছে। এগোতে থাকে তার উপন্যাসের পৃষ্ঠা নম্বর। তবে ১৩২ নম্বর পৃষ্ঠায় এসে ঘটে অন্য কিছু। যা স্পষ্ট হবে নাটকটি দেখার পর।

 
Electronic Paper