ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চলছে দহন, পোস্টমাস্টার ৭১, তুই শুধু আমার

বিনোদন প্রতিবেদক
🕐 ১:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৮

তৃতীয় সপ্তাহে এসেও রায়হান রাফীর ‘দহন’ চলছে দেশের সর্বাধিক প্রেক্ষাগৃহে। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানায়, এ সপ্তাহে (১৪-২০ ডিসেম্বর) ছবিটি থাকছে মোট ৮০টি প্রেক্ষাগৃহে।

সিয়াম-পূজা-মম অভিনীত এ ছবিটির সঙ্গে চলতি সপ্তাহে গতকাল যুক্ত হয়েছে আরও দুটি ছবি। একটি দেশের, অন্যটি যৌথ প্রযোজনার।

দেশের ছবিটি মহান মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘পোস্টমাস্টার ৭১’। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে আছেন- ফেরদৌস ও মৌসুমী। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন আবীর খান ও রাশেদ শামীম স্যাম।

ছবিটির প্রযোজক ইমপ্রেস টেলিফিল্ম জানায়, রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসে দেখা যাবে এটি। এদিকে আজ বিকাল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।

পাশাপাশি গতকালই মুক্তি পেয়েছে যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘তুই শুধু আমার’। বাংলাদেশের মাহিয়া মাহির বিপরীতে এতে অভিনয় করছেন কলকাতার সোহম ও ওম। ওপার বাংলার জয়দীপ মুখার্জির সঙ্গে বাংলাদেশের নির্মাতা অনন্য মামুন এ ছবির পরিচালক ছিলেন। এটা সারা দেশের ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

ঢাকার অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত ছবি ‘তুই শুধু আমার’।

 
Electronic Paper