ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

‘বাউলা কে বানাইলো রে’

বিনোদন প্রতিবেদক
🕐 ১:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ০৫, ২০১৮

হাসন রাজার প্রয়াণ দিবস উপলক্ষে দুরন্ত টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘বাউলা কে বানাইলো রে’। এ অনুষ্ঠানে হাসন রাজার বিভিন্ন গানে নৃত্য পরিবেশনে অংশ নিয়েছে বহুরূপী সাংস্কৃতিক একাডেমি, ময়মনসিংহ। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার।

প্রচারিত হবে আগামীকাল বৃহস্পতিবার, বিকাল ৫টায়। মরমি দার্শনিক কবি হাসন রাজা। যার গান ও দর্শনে মিশে আছে বাংলার মাটি ও মানুষের ঘ্রাণ। আর তার গান গভীর তত্ত্ববহ কিন্তু সহজ-সরল শব্দে রচিত।

‘বাউলা কে বানাইলো রে’ অনুষ্ঠানে তার বিভিন্ন গানে নৃত্য পরিবেশন করেছে রাইনা, আদ্রিতা, রিয়া, প্রভা, বর্নিতা, তিথী, অনিকা, কৌশিক, আস্থা, পূর্ণিমা, অহনা, সেঁজুতি, বাঁধন, তাথৈ, প্রমি, প্রাচী, হৃদি ও বিদৌরা।

 
Electronic Paper