ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রত্ননাটক ‘মহাস্থান’

বিনোদন প্রতিবেদক
🕐 ১১:৫৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০১৮

বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থান নিয়ে দীর্ঘদিন ধরে প্রত্ননাটক করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

তার ধারাবাহিকতায় প্রত্ননাটক ‘মহাস্থান’ মঞ্চায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ড. সেলিম মোজাহার-এর রচনায় এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর নির্দেশনায় আগামী ২৩ ও ২৪ নভেম্বর বগুড়ার মহাস্থানগড়ে প্রযোজনাটির মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে আজ থেকে শুরু হয়ে ২২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে মহড়া। বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রযোজিত ইতিহাসভিত্তিক এই প্রযোজনায় প্রায় ৩৫০ জন শিল্পী অংশ নিচ্ছেন।

নাটকটির উদ্বোধনী মঞ্চায়নে প্রধান অতিথি হিসেব উপস্থিত থাকবেন বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক। উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নাসির উদ্দিন আহমেদ।

শিল্পকলা একাডেমি সূত্রে জানা গেছে, নতুন প্রজন্মের সামনে ইতিহাস ঐতিহ্য উপস্থাপনের পাশাপাশি আমাদের যে সম্প্রীতি ও সহাবস্থানের আলোকিত অধ্যায় রয়েছে, সেটাই ‘মহাস্থান’ নাটকের মধ্য দিয়ে প্রকাশের চেষ্টা করা হয়েছে।

 
Electronic Paper