ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নাটক ‘চাটাম ঘর’

বিনোদন প্রতিবেদক
🕐 ১১:৩৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০১৮

অনেকেই কাজের চেয়ে কথা বলতে বেশি পছন্দ করেন। তাদের জন্য দরকার একটি আড্ডাস্থল। শুধু কথা বলা আর গল্প করার জন্য যে একটি ঘর তৈরি করা যেতেই পারে এমন ব্যতিক্রমী ভাবনায় নির্মিত হলো ধারাবাহিক নাটক।

নদীর তীরঘেঁষে এমন একটি ঘর তৈরি করা হয়েছে। যাকে স্থানীয়রা চাটাম ঘর নামেই চেনেন। প্রতিদিন যেমন মানুষ অফিসে যায় ঠিক একইভাবে সকালে স্থানীয় চাটামবাজরা (গল্প বলতে পারদর্শী) এখানে আসেন চাটাম দিতে। যার অন্যতম হলেন মোশাররফ করিম।

ধারাবাহিক নাটকটির নাম ‘চাটাম ঘর’। এখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। মুহাম্মদ মামুন-অর-রশীদের রচনায় এটি পরিচালনা করেছেন শামীম জামান।

অভিনয়ে আরও আছেন নাদিয়া আহমেদ, মামুনুর রশীদ, আখম হাসান, জুঁই করিম, শামীম জামান, নাবিলা ইসলাম, জয়রাজ, তারিক স্বপন, আমানুল হক হেলাল, আমিন আজাদ, সোমা প্রমুখ।

নাটকটি আজ থেকে শুরু হচ্ছে বাংলাভিশনে। প্রতি সপ্তাহে মঙ্গল ও বুধবার রাত ৯টা ৫ মিনিটে এটি প্রচার হবে।

 
Electronic Paper