শাহরুখ সম্পর্কে নতুন তথ্য!!
অনলাইন ডেস্ক
🕐 ৯:২২ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৩

বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। দীর্ঘ ক্যারিয়ারে যেমন সফলতা পেয়েছেন তেমনি ব্যর্থতার মুখও দেখেছেন এই অভিনেতা। প্রায় চার বছর পর সম্প্রতি মুক্তি পেয়েছে শাহরুখ অভিনীত সিনেমা ‘পাঠান’। আর মুক্তির পরেই বক্স অফিসে ঝড় তুলেছে ছবিটি। তবে এই অভিনেতার সম্পর্কে বেরিয়ে এল নতুন এক তথ্য। সফলতায় যেমন মুখ জুড়ে হাসির মুক্ত ঝরে, তেমনি ব্যর্থতা চোখের পানিও ফেলেন শাহরুখ।
খারপ সময়েও বারান্দায় এসে দাঁড়ান, আনন্দের সেটাই করেন তিনি। সেই সঙ্গে অনুরাগীরাই অভিনেতার সব থেকে বড় অনুপ্রেরণা বলে জানান ‘পাঠান’ খ্যাত এই অভিনেতা।
২০১৮ সালের শেষের দিকে মুক্তি পেয়েছিল শাহরুখ অভিনীত সিনেমা ‘জিরো’। সে সময় বক্স অফিসে একেবারে প্রায় মুখ থুবড়ে পড়েছিল ছবিটি। এমনকি দর্শকের মনেও দাগ কাটতে পারেনি। রীতিমতো সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল এই তারকার উপর দিয়ে। অনেকের মনেই তখন প্রশ্ন উঠেছিল, তবে কি এখানেই ইতি টানবেন এই তারকা?
কিন্তু ৪ বছরের দীর্ঘ বিরতি দিয়ে অবশেষে ২০২৩ এ এসে বড় ভাবেই আত্মপ্রকাশ করলেন শাহরুখ। তবে গেল ৪ বছরের কথা মনে করে অনেক আবেগ প্রবণ হয়ে পড়েন তিনি। কারণ, মান্নাতের একটি বাথরুম আছে, সে সময়ে সেখানে ঢুকেই কান্নায় ভেঙে পড়তেন বলে জানান এই বলিউড বাদশাহ। যেখানে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাতেন তিনি, অঝরে ফেলতেন চোখের পানি।
যদিও সেই সময়টা কাটিয়ে এখন সুসময়ে ফিরেছেন তিনি। অভিনেতা বলেন, আমিও ভেঙে পড়ি, আমারও ব্যর্থতায় মন খারাপ হয়, কিন্তু সৃষ্টি আমাকে একটা বারান্দা দিয়েছেন, যেখানে আমি আমার দুঃখের সময়েও সেখানে আসি, আনন্দের সময়েও আসি। ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেই আমার সব ভালো খারাপের অনুভূতি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
