ঢাকা, বুধবার, ২৯ মার্চ ২০২৩ | ১৫ চৈত্র ১৪২৯

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

‘সিংহ কখনো সাক্ষাৎকার দেয় না’ কেন বললেন শাহরুখ?

অনলাইন ডেস্ক
🕐 ৮:৫৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৩

‘সিংহ কখনো সাক্ষাৎকার দেয় না’ কেন বললেন শাহরুখ?

পাঠান ঝড়ে কাঁপছে ভারত। তিন দিনেই তিনশ’ কোটি রুপির বেশি আয় করেছে শাহরুখ খানের এই সিনেমা। সে নিয়ে বলিউড বাদশাহ খানও বেশ খুশি। তবে বিস্ময়কর বিষয় হলো, পাঠান সিনেমা নিয়ে ভারতে তেমন কোনো প্রচারণায় অংশ নেননি শাহরুখ। করেননি কোনো প্রোমোশনাল কাজকর্মও। হাজির হননি কোনো মিডিয়া শো’তেও। তাই অনেকেরই চোখ ছানাবড়া যে কোনো প্রচার ছাড়াই কোন মন্ত্রে তুলকালাম ঘটাল পাঠান।

 

টুইটারের আলোচনায় পাঠানের সাফল্য ফ্যানদের সাথে ভাগ করে নিয়েছেন শাহরুখ। ‘আস্ক এসআরকে’ সেশনে তিনি দিয়েছেন ভক্তদের নানা প্রশ্নের উত্তর।

স্বাভাবিকভাবেই এক দর্শক শাহরুখের কাছে জানতে চেয়েছিলেন, ‘কোনো অভ্যন্তরীণ প্রমোশন, প্রাক-রিলিজ প্রচারণা ছাড়াই পাঠান কীভাবে বক্স অফিসে এমন গর্জন ছাড়ছে?’

ভক্তের প্রশ্নের জবাবটা একটু মজা করেই দিয়েছেন শাহরুখ। তিনি বলেছেন, ‘আমি মনে করি সিংহ কোনো সাক্ষাৎকার দেয় না। আমিও এই সময়ে তেমনটা করতে (সাক্ষাৎকার দিতে) চাই না। শুধু আসলাম এবং জঙ্গলে বসে সিনেমাটা দেখে নিলাম, ব্যস।’

 
Electronic Paper