ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিদায় স্ট্যান লি

বিনোদন ডেস্ক
🕐 ৩:০৫ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৮

স্পাইডারম্যান, ইনক্রেডিবল হাল্কের মতো কমিক চরিত্রের স্রষ্টা মার্কিন লেখক মার্ভেল কমিক্সের সাবেক প্রেসিডেন্ট স্ট্যান লি মারা গেছেন। গত সোমবার লস অ্যাঞ্জেলেসের সিডারস সিনাই মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় স্ট্যান লির মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৯৫ বছর।

তার পরিবারের আইনজীবীর বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লির স্ত্রী জোয়ানও গত বছর ঠিক ৯৫ বছর বয়সে মারা যান। মেয়ে জেসি লিকে রেখে গেছেন তারা। রয়টার্সকে জেসি লি বলেন, তার বাবা ভক্তদের প্রত্যাশার কথা ভেবেই একের পর এক নতুন চরিত্র সৃষ্টি করে গেছেন। স্ট্যান লি কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। তিনি নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছিলেন। কিংবদন্তি এই কমিক লেখকের জন্ম ১৯২২ সালে, রুমানিয়া থেকে নিউইয়র্কে অভিবাসী হওয়া এক শ্রমজীবী পরিবারে।

কৈশোরেই স্ট্যান লি কাজ শুরু করেন টাইমলি পাবলিকেশনসের কমিক বিভাগে। মাত্র ১৮ বছর বয়সে তিনি কমিক এডিটর হয়ে যান। ওই কোম্পানিই পরে মার্ভেল কমিকসে পরিণত হয়।

শুরুর দিকে বছরগুলোতে মালিকের ইচ্ছায় লিকে ক্রাইম, হরর আর ওয়েস্টার্ন গল্পের কমিক লেখায় ব্যস্ত থাকতে হয়েছে।

 
Electronic Paper