ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মারজুক রাসেলের ফেসবুক অ্যাকাউন্ট উধাও

বিনোদন ডেস্ক
🕐 ৭:১৯ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২২

মারজুক রাসেলের ফেসবুক অ্যাকাউন্ট উধাও

কবি, গীতিকার ও জনপ্রিয় অভিনেতা মারজুক রাসেল সামাজিকযোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় ছিলেন। ফলে এই প্ল্যাটফর্মে তাকে অনুসরণ করতে শুরু করেন লাখ লাখ অনুসারী। তবে সম্প্রতি মারজুক রাসেলের অ্যাকাউন্টটি ফেসবুক দুনিয়া থেকে উধাও হয়ে যায়।

এ বিষয়ে মারজুক রাসেল বলছেন, মূলত একাধিক রিপোর্ট পড়ায় অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে গেছে। আপাতত আমার ফেসবুক অ্যাকাউন্ট নেই, তবে একটি পেইজের মাধ্যমে ফেসবুকে যুক্ত আছি।

মারজুক রাসেল গীতিকার তুমুল জনপ্রিয় গান লিখেছেন। এর মধ্যে রয়েছে- আসিফের ‘তুমি হারিয়ে যাওয়ার সময় আমায় সঙ্গে নিও’ ‘ও আমার পাগলা ঘোড়ারে’, জেমসের গাওয়া ‘তেরো নদী সাত সমুদ্দুর’, ‘হাউজি’, ‘মীরাবাঈ’, ‘আমি ভাসবো যে জলে’, হাবিব ও ন্যান্সির ‘বাহির বলে দূরে থাকুক’।

‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে ২০০৪ সালে মারজুক রাসেল অভিনয়ে অভিষিক্ত হন। তার প্রথম প্রকাশিত কাব্যের শিরোনাম ‘শান্টিং ছাড়া সংযোগ নিষিদ্ধ। ’ বর্তমানে অভিনয়েই বেশি ব্যস্ত মারজুক রাসেল।

 
Electronic Paper