ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মিমের সারপ্রাইজ

বিনোদন প্রতিবেদক
🕐 ৩:৪১ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৮

বিদ্যা সিনহা মিম। ঢাকাই সিনেমার উজ্জ্বল এক নাম। ২০০৮ সালে লাক্স সুপারস্টার হিসেবে যাত্রা করেন তিনি। শুরুতেই সৌভাগ্য হয়েছিল হুমায়ূন আহমেদের গল্প ও পরিচালনায় কাজ করার। ‘আমার আছে জল’ নামের সেই ছবিতে মিম অভিনয় করেছিলেন জাহিদ হাসান, ফেরদৌস ও মেহের আফরোজ শাওনের সঙ্গে।

প্রথম ছবিতেই জানান দিয়েছিলেন নিজের অভিনয় প্রতিভা। এরপর দীর্ঘদিন তিনি জনপ্রিয়তা নিয়ে ছোটপর্দায় কাজ করেছেন। দেখা গেছে তাকে নানা পণ্যের বিজ্ঞাপনে। কয়েক বছর ধরে আর টিভি নাটকে নেই। নিয়মিত হয়েছেন চলচ্চিত্রে। একের পর সিনেমা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে চলেছেন তিনি। গতকাল শনিবার ছিল এই অভিনেত্রীর জন্মদিন।

বয়স কত হলো সেই প্রশ্নে মুচকি হেসে বললেন, ‘এটা সারপ্রাইজ হওয়ার মতো প্রশ্ন। কিন্তু উত্তর মিলবে না। বয়সে কি আসে যায়। আজীবন অভিনয়ের সঙ্গে থাকতে চাই, সবার ভালোবাসা নিয়ে ভালো ভালো কাজ করতে চাই।’

তারকা হওয়ার পর থেকেই বদলে গেছে তার জন্মদিনগুলো। পরিবার ও বন্ধু-স্বজনদের পাশাপাশি প্রতি জন্মদিনেই এখন যুক্ত হয় হাজারো ভক্তের ভালোবাসা ও শুভেচ্ছা। বিষয়টি উপভোগ করেন তিনি।

মিম বলেন, ‘দর্শক চান বলেই আমি কাজ করতে পারছি। তাদের প্রত্যাশা অনুযায়ী বেছে বেছে কাজ করার চেষ্টা করি আমি। জন্মদিনের মতো বিশেষ দিনগুলো এলে বুঝতে পারি তারা আমাকে কতটা ভালোবাসেন। রাত থেকেই প্রচুর শুভেচ্ছা পাই ফেসবুক ও ফোনের ইনবক্সে। এসবই আমার কাছে বিশেষ উপহার।’

তবে এবারের জন্মদিনের সেরা উপহারটি দিয়েছেন মিমের বাবা ও মা।

মিম এ প্রসঙ্গে বলেন, ‘রাতে বাসায় সারপ্রাইজ পার্টি ছিল। প্রিয়জনদের কাছ থেকে সারপ্রাইজ পেতে খুব ভালো লাগে। তবে বেশি ভালো লেগেছে আব্বু ও আম্মুর দেওয়া উপহার। অনেকদিন ধরেই আমার একটা স্বর্ণের টিকলি পছন্দের ছিল। এবারের জন্মদিনে আম্মু সেটা কিনে দিয়েছেন। আর আব্বু দিয়েছেন খুব চমৎকার একটা পায়েল।’

 
Electronic Paper