অজয়ের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা
বিনোদন ডেস্ক
🕐 ৭:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২২

অতীতের তিক্ত অভিজ্ঞতা ভুলে সর্বসমক্ষে সহ-অভিনেতা অজয় দেবগানের ভূয়সী প্রশংসা করলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।
সম্প্রতি অজয়ের ‘এনওয়াই’ মাল্টিপ্লেক্সের আরও এক শাখা আহমেদাবাদে উদ্বোধন করা হয়েছে। চার স্ক্রিনের এই প্রেক্ষাগৃহে থ্রিডি ছবিও দেখা যাবে।
চলচ্চিত্র বাণিজ্য বিশেষজ্ঞ ‘তরণ আদর্শ’ টুইট করে জানিয়েছেন, আহমেদাবাদের আম্রকুঞ্জে অজয়ের নতুন মাল্টিপ্লেক্স উদ্বোধন হয়েছে। ‘এনওয়াই’ মাল্টিপ্লেক্সের আরও কয়েকটি শাখা খুব শিগগিরই সুরাট, রাজকোট ও আনন্দেও খুলবে। এই খবরেই অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা।
তরণ আদর্শের টুইটটি ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, একজন সুপারস্টারের এমন পদক্ষেপ ও উদ্যোগের প্রশংসা প্রাপ্য। শুধু যে কর্মসংস্থান বাড়ছে, তা-ই নয়, দেশে সিনেমার প্রদর্শনীর জন্য স্ক্রিনের সংখ্যাও বাড়ছে। গোটা দেশজুড়ে ৭০০০-এর কম স্ক্রিন। অন্যদিকে চীনে ৭০ হাজারের বেশি স্ক্রিন! যা ঘিরে হতাশ কঙ্গনাও।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে এক সাংবাদিক বৈঠকে কঙ্গনা বলেছিলেন, অজয় কোনওদিন তার ছবির প্রচার করবেন না। অন্যের ছবি নিয়ে কথা বললেও এবং প্রচার করলেও তার ছবি বারবার এড়িয়ে যান তিনি। কঙ্গনার নিশানায় ছিলেন অক্ষয় কুমারও।
এ বিভাগের অন্যান্য সংবাদ
