ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দিল্লি যাবে চট্টগ্রামের ফেইম

বিনোদন প্রতিবেদক
🕐 ২:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৮

এশিয়ার অন্যতম নাট্য পীঠস্থান ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) আয়োজিত ২০তম ‘ভারত রং মহোৎসব’-এ মঞ্চায়নের জন্য নির্বাচিত হয়েছে চট্টগ্রামের অন্যতম নাট্য শিক্ষাপ্রতিষ্ঠান ফেইম নাট্যকলা বিভাগের নাটক ‘ইডিপাস’।

এই উৎসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আবেদনকৃত নাটকের মধ্য থেকে নির্বাচন কমিটি উৎসবে মঞ্চায়নের জন্য নাটক নির্বাচন করেন। ২০১৯ সালের ১-২১ ফেব্রুয়ারি, দিল্লি এবং ভারতের অন্য ভেন্যুতে অনুষ্ঠিত হওয়া আন্তর্জাতিক এই নাট্য উৎসব এবার ২০ বারের মতো আয়োজিত হচ্ছে। ফেইম নাট্যকলা বিভাগের আগেও ১০তম (২০০৮), ১২তম (২০১০), ১৫তম (২০১৩), ১৮তম (২০১৬) ‘ভারত রং মহোৎসব’-এ ভিন্ন ভিন্ন নাটক নিয়ে চারবার নির্বাচিত হয়ে অংশগ্রহণ করে।

এছাড়াও গত বছর ভারত সরকার ও থিয়েটার অলিম্পিক কমিটির যৌথ উদ্যোগে ন্যাশনাল স্কুল অব ড্রামার আয়োজনে ৮ম থিয়েটার অলিম্পিকেও অংশগ্রহণ করে ফেইম নাট্যকলা বিভাগ। ফেইম নাট্যকলা বিভাগের ৫ম প্রযোজনা ইডিপাস প্রথম মঞ্চায়িত হয় ২০০৫ সালে।

গ্রিক নাট্যকার সফোক্লিস রচিত এবং সৈয়দ আলী আহসান ও সুধাংশুরঞ্জন ঘোষ অনুদিত এই নাটকটির নির্দেশনা দিয়েছেন ফেইম পরিচালক অসীম দাশ।

 
Electronic Paper