ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঈশ্বর আমাদের জুটি বানিয়েছেন, শুভশ্রীকে ছাড়া আমি অসম্পূর্ণ: রাজ

বিনোদন ডেস্ক
🕐 ৪:১০ অপরাহ্ণ, মে ২৮, ২০২২

ঈশ্বর আমাদের জুটি বানিয়েছেন, শুভশ্রীকে ছাড়া আমি অসম্পূর্ণ: রাজ

টালিউডে বর্তমান সময়ের ‘হ্যাপি কাপল’ রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তারা একসঙ্গে নেমেছেন নতুন ছবির প্রচারণায়। ৩ জুন মুক্তি পেতে যাচ্ছে রাজ পরিচালিত ছবি ‘হাবজি গাবজি’। এ ছবি দিয়ে দর্শকের হাড়ে কাঁপুনি ধরাতে আসছেন পরমব্রত চট্টোপাধ্যায়, শুভশ্রী আর সম্যন্তকদ্যুতি মৈত্র।

জানা গেছে, ছবি ভয়াবহ সমস্যাকে তুলে ধরতে চলেছে। সেই ছবির প্রচারে দম্পতি প্রচণ্ড প্রেমময়। সে কারণেই ভারতীয় এক সংবাদ মাধ্যমের লাইভ আড্ডায় রাজের কণ্ঠে অকপট স্বীকারোক্তি, ‘ঈশ্বর আমাদের জুটি বানিয়েছেন, শুভশ্রীকে ছাড়া কিচ্ছু ভাবতেই পারি না।’

সমস্যা ছাড়া জীবন বিস্বাদ। রাজ-শুভশ্রীও সেটা জানেন। পাশাপাশি তারা আরও একটি বিষয় জানেন, খারাপের মধ্যে থেকেও ভালো খুঁজে নিতে। তাই যখন জীবনের প্রতিটি দিন উল্টে-পাল্টে যাচ্ছে বিচ্ছেদের যন্ত্রণায়, আকস্মিক মৃত্যুতে তখনই জুটির প্রাণবন্ত উপস্থিতি যেন দর্শকদের চোখ-মন জুড়িয়ে দিল।

তাদের এমন রসায়নের রহস্য কী? এমন প্রশ্ন শুনেই জৌলুস যেন বেড়ে দ্বিগুণ দম্পতির মুখে-চোখে। রাজের জবাব, ‘আমাদের বোঝাপড়া, আমাদের বন্ধুত্ব আর পাঁচ জনের থেকে অন্য রকম। ওপরওয়ালা খুব যত্ন নিয়ে আমাদের জুটি বানিয়েছেন। আমার সব কাজ, সব পরিশ্রম, সব ভালো কিছুর এনার্জি শুভর মধ্যেই লুকিয়ে।’

শুধু রাজ নন, চক্রবর্তী পরিবারের সব সদস্যের কাছেই শুভশ্রী ভীষণ প্রিয়। তার আরও একটি কারণ, রাজ-শুভশ্রী একেবারেই নেতিবাচক নন। দেখা, বলা, শোনা— সবকিছুতেই তারা ইতিবাচক মানসিকতা খোঁজেন। তাদের বন্ধুরাও তাদের মতোই। হাসতে হাসতেই তাই ভালো-মন্দ সবকিছু মোকাবিলা করেন তারা। বরং যেখানে নেতিবাচকতা সেখানে নেই তারা।

মন ভালো রাখতে কী কী করেন ‘রাজশ্রী’? শুভশ্রীর কথায়, গান শোনেন, ছবি দেখেন, বই পড়েন, নিয়মিত শরীরচর্চা করেন, সপরিবারে বেড়াতেও যান। জমিয়ে আড্ডা দেন পরিবার, বন্ধুদের সঙ্গে। তার সঙ্গে ভুরিভোজ তো আছেই। জিভে জল আনা বাঙালি খাবারের জন্য রাজের বাড়ি ইন্ডাস্ট্রিতে বিখ্যাত। সব মিলিয়ে রাজ-শুভশ্রী নজর কাড়া সুখী দম্পতি। একমাত্র সন্তান ইউভান তাদের সুখ-শান্তি আরও বাড়িয়ে দিয়েছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

 
Electronic Paper