ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি

খোলা কাগজ ডেস্ক
🕐 ৯:১৯ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৮

নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি জার্নালিস্ট এসোসিয়েশন ( নেবজা ) এর সভাপতি নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক আবু সাঈদ চৌধুরী সাদী এবং কোষাধ্যক্ষ আহমদ আলী।

২৫ অক্টোবর রাতে গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশি সেন্টারে দ্বিবার্ষিক সভার মাধ্যমে নর্থ ইস্ট এর সবচেয়ে বড় সাংবাদিক সংগঠনের এই নতুন কমিটির ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণার আগে সাধারণ সভার মাধ্যমে বিদায়ী কমিটি তাদের অতীত কার্যক্রমের বর্ণনা দেন। নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি জার্নালিস্ট এসোসিয়েশন (নেবজা) এর  সদ্য বিদায়ী সভাপতি সৈয়দ সাদেক আহমেদের সভাপতিত্বে সাধারণ সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গাউসুল আজম সুজন।

সাধারন সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের এডভাইসার কাউন্সিলার হাসান খান, সাংবাদিক শেখ সুরত মিয়া আসাব, আহমদ হোসেন হেলাল, সিতু চৌধুরী, শাহান চৌধুরী, লন্ডন বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আ স ম মাসুম, কার্যনির্বাহী পরিষদের সদস্য হাবিবুর রহমান।

এরপর সংগঠনটির পুরাতন সদস্যদের নবায়ন ও নতুন সদস্যপদে আবেদনকারীদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়।
সংগঠনটির এডভাইসার কাউন্সিলার হাসান খান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহন করে সৈয়দ সাদেক আহমদ এবং গাউসুল আজম সুজনের কমিটিকে ভেঙ্গে দেন। এরপর নতুন কমিটির জন্য মনোনয়ন দাখিল করেন সভাপতি পদে মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক পদে আবু সাঈদ চৌধুরী সাদী এবং কোষাধ্যক্ষ পদে আহমদ আলী। এই তিন পদের জন্য আর কোন মনোনয়ন না দাখিল না হওয়ায় ২০১৯-২০২০ সালের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা তিনজন দায়িত্বপ্রাপ্ত হোন।

নতুন কমিটির সভাপতি মিজানুর রহমান মিজান জানিয়েছেন, আগামী ৩ সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এছাড়াও নতুন কমিটি খুব শীঘ্রই একটি নিজস্ব অফিস নেয়ার ব্যাপারে কাজ শুরু করবেন বলে তিনি জানান।

উল্লেখ্য, গ্রেটার ম্যানচেস্টার, লিভারপুল, ব্রাডফোর্ড, লিডস, শেফিল্ড, নিউক্যাসলসহ নর্থ ইস্টের বিভিন্ন শহরে কর্মরত টিভি সাংবাদিকদের নিয়ে বৃহত এই সাংবাদিক সংগঠনটি ২০১৬ সালে গঠন করা হয় নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি জার্নালিস্ট এসোসিয়েশন (নেবজা)। সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন সৈয়দ সাদেক আহমদ এবং সাধারণ সম্পাদক হিসাবে ছিলেন গাউসুল আজম সুজন।

 
Electronic Paper