ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গ্রেনেড হামলা মামলা

রায়ের পর নিউইয়র্কে উল্লাস

খোলা কাগজ ডেস্ক
🕐 ৭:১৮ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৮

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমানের মৃত্যুদণ্ড না হওয়ায় পুরোপুরি না হলেও সন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রে আওয়ামী পরিবার। রায় ঘোষণার পরই নিউইয়র্ক সময় বুধবার প্রথম প্রহরে মহানগর আওয়ামী লীগের ব্যানারে নেতাকর্মীরা উল্লাস করেন। জ্যাকসন হাইটসের রাস্তায় এ উল্লাসে অনেকে অশ্রুসিক্ত হন আইভি রহমানসহ নিহতদের কথা স্মরণ করে।

রাজনৈতিক প্রতিপক্ষকে নিধনের অভিপ্রায়ে বাংলাদেশে এমন নৃশংসতার যাতে পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য তারেক রহমানের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী। তিনি বলেন, ‘আইনের শাসনের ক্ষেত্রে এ এক বিরাট অগ্রগতি। এখন প্রয়োজন হচ্ছে পলাতক তারেক রহমানসহ অন্যদের বাংলাদেশে ফিরিয়ে নিয়ে রায় কার্যকর করার।’ এ সময় পরস্পরকে মিষ্টি খাইয়ে আনন্দ ভাগাভাগি করেন।

এ আনন্দ-র‌্যালি পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রোল ইসলাম খোকন। নেতৃবৃন্দের মধ্যে ছিলেন মহানগরের সহ-সভাপতি মাসুদ হোসেন সিরাজি, আবুল হোসেন এবং মোহাম্মদ আলমগীর মিয়া, সাংগঠনিক সম্পাদক শিবলী সাদিক, মাহফুজ আহমেদ, সুমন মাহবুব, তথ্য সম্পাদক রাজ চৌধুরী, নির্বাহী সদস্য জাকারিয়া মাসুদ এনাম, ফখরউদ্দিন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. মহসিন আলী, ড. প্রদীপ কর, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জেড চৌধুরী জয়, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি দরুদ মিয়া রনেল, যুগ্ম সম্পাদক নাফিউর রহমান তোরণ, যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক শেখ জামাল হোসেন, যুগ্ম আহবায়ক সেবুল মিয়া, যুবলীগ নেতা এস হোসেন চঞ্চল প্রমুখ।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতেও এ রায়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অসন্তোষ প্রকাশ করেছে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ। রায় জানার পরই প্রদত্ত এক বিবৃতিতে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ নেতারা বলেন, বর্বরোচিত ও নৃশংস গ্রেনেড হামলার 'মাস্টারমাইন্ড' তারেক রহমানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল।’

বিবৃতিতে স্বাক্ষর করেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক খান, ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসাইন, সিনিয়র সহ সভাপতি শিব্বীর আহমেদ, সহ সভাপতি জি আই রাসেল, সহ সভাপতি জুয়েল বড়ুয়া, সহ সভাপতি মজিবুর রহমান খান, সহ সভাপতি বদরুল আলম, সহ সভাপতি আকতার হোসাইন, সাধারন সম্পাদক মাহমুদুন নবী বাকী, যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ, যুগ্ম সম্পাদক আলমগীর সোহেল, যুগ্ম সম্পাদক মনির পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক নারায়ন দেবনাথ, প্রচার সম্পাদক শামীম হায়দার প্রমুখ।

 

 
Electronic Paper