ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ছাত্রীর সন্তান কোলে নিয়ে ক্লাস নিলেন শিক্ষক

ডেস্ক রিপোর্ট
🕐 ৬:৫৩ পূর্বাহ্ণ, মে ১২, ২০১৮

বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার মাঝেই বিয়ে হয় ২১ বছর বয়সী ছাত্রী ক্রিস্টেন ব্ল্যাকের। এরপর দিলেন সন্তান জন্ম। এসবের ফলে এক সেমিস্টার ক্লাস করা সম্ভব হয়নি তার। তবে তিনি পড়ালেখা চালিয়ে যেতে মরিয়া।

এদিকে সন্তানকে বাসায় রেখে আসা কিংবা সঙ্গে নিয়ে আসা নিয়ে আরেক সমস্যা সৃষ্টি হলো। আর ক্লাসে নিয়ে এলেও শিশুকে সামলে কতটা মনোযোগ দিয়ে ক্লাসনোট নিতে পারবেন সে নিয়ে ছিল বড় সংশয়। কিন্তু শেষমেশ তার সেই সমস্ত সমস্যা সমাধানে অবতার হয়ে এগিয়ে এলেন ক্লাস শিক্ষক অধ্যাপক ব্রæস জনসন। ক্লাস চলাকালে ছাত্রীর সন্তান সামলাতে কোলে তুলে নিয়ে পাঠদান করলেন ওই অধ্যাপক; আর তার সেই পড়া নির্বিঘ্নে নোট নেন শিশুটির মা।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের আরকানসাস স্টেট ইউনিভার্সিটির এই ঘটনার তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। যেখানে ওই শিক্ষককে একজন মহান শিক্ষক হিসেবে অভিহিত করা হয়।
দ্য ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, মেয়েকে সঙ্গে নিয়ে ক্লাসে আসার ব্যাপারে শিক্ষকের অনুমতি চান ক্রিস্টেন। অধ্যাপক জনসন অনুমতি দিলে মেয়েকে নিয়ে ক্লাসে যোগ দেন ক্রিস্টেন। দুই ঘণ্টার ক্লাস চলাকালে ছাত্রীর মেয়েকে সামলানোর কাজও করেছেন এই অধ্যাপক। এ ঘটনার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, ছাত্রীর মেয়েকে সামলাতে সামলাতেই ক্লাস চালিয়ে যাচ্ছেন শিক্ষক।
এক সাকাষাৎকারে জনসন বলেন, মেয়েটা আমার দিকে তাকিয়ে হাসছিল। এভাবে যখন কেউ আপনার দিকে তাকিয়ে সুন্দর হাসি দেবে, তখন আপনি গলে যাবেন। আমি ওকে কোলে নিয়েই ক্লাস শুরু করে দিই।
প্রায় ২০ মিনিট জনসনের কোলে ছিল ক্রিস্টেনের মেয়ে। ওই মুহূর্তের একটি ছবি তোলেন ক্রিস্টেন। তিনি বলেন, তার মেয়ে অধ্যাপক জনসনের কোলে থাকায় তার ক্লাস নোট দিতে বেশ সুবিধা হয়েছিল। এটি ছিল এক অসাধারণ ঘটনা।

 

 
Electronic Paper