ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নিউইয়র্কে এস কে সিনহার বিচার দাবি

খোলা কাগজ ডেস্ক
🕐 ৮:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৮

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আজগুবি তথ্যে শেখ হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে হাসি-তামাশার অবতারণা করেছেন। বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে মন্তব্য/মতামতের মধ্য দিয়ে অমার্জনীয় অপরাধ করেছেন এস কে সিনহা। এজন্যে তাকেসহ মদদদাতাদের কাঠগড়ায় তোলার বিকল্প নেই বলে মতপ্রকাশ করেছেন নিউইয়র্কে অনুষ্ঠিত শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা।


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ডাইভার্সিটি প্লাজায় শোভাযাত্রাটির আয়োজন করা হয়। এক পর্যায়ে তা এস কে সিনহার কঠোর সমালোচনামূলক সমাবেশে পরিণত হয়। এসময় অনেকের হাতেই ছিল ‘ধর রশি মার টান-তারেক সিনহা হবে খান খান’, ‘সিনহার বই এ ব্রোকেন ড্রিম-পুরোটাই দুর্নীতির ক্রিম’ ইত্যাদি লেখা প্লেকার্ড।

যুক্তরাষ্ট্র শেখ হাসিনা মঞ্চ, যুক্তরাষ্ট্র যুবলীগ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ প্রভৃতি সংগঠনের ব্যানারে এ অনুষ্ঠানে সাধারণ প্রবাসীরাও ছিলেন। সভাপতিত্ব করেন কায়কোবাদ খান।

অ্যাডভোকেট শাহ বখতিয়ারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা ড. প্রদীপ কর, আব্দুর রহিম বাদশা, কাজী কয়েস, মিসবাহ আহমেদ, ফরিদ আলম, হিন্দুল কাদির বাপ্পা, চন্দন দত্ত, আর আমিন, ফারুক আহমেদ, শাহীন আজমল, হেলাল মাহমুদ, জালালউদ্দিন জলিল, যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক জামাল হোসেন, যুগ্ম আহবায়ক ইফজাল চৌধুরী প্রমুখ।

যুক্তরাষ্ট্রে বসবাসকারী এস কে সিনহার বিচার দাবিতে ২২ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আরেকটি সভা হয়েছে পালকি চায়নিজ সেন্টারে। এতে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী এবং নেতৃবৃন্দের মধ্যে ছিলেন আলহাজ্ব মফিজুর রহমান, আব্দুল কাদের মিয়া, মাসুদ হোসেন সিরাজি, আব্দুল হাই জিয়া, নূরল আমিন বাবু, সুব্রত চৌধুরী, আবুল কাশেম প্রমুখ।

সূত্র: এনআরবি নিউজ, নিউইয়র্ক

 
Electronic Paper