ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নিউইয়র্কে জাতীয় শোক দিবসের কর্মসূচি

খোলা কাগজ ডেস্ক
🕐 ৮:০১ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০১৮

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস (১৫ আগস্ট) উপলক্ষে আমেরিকায় বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ মিশন, নিউইয়র্কে বাংলাদেশের কন্স্যুলেট জেনারেল, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে দোয়া-মাহফিল ছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের স্মৃতিচারণ করা হবে।
বাংলাদেশ মিশনে বঙ্গবন্ধু মিলনায়তনে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান হবে ১৫ আগস্ট অপরাহ্নে। একইদিন সন্ধ্যায় বাংলাদেশ কন্স্যুলেটেও দোয়া-মাহফিল হবে।
১৪ আগস্ট সন্ধ্যায় নিউইয়র্ক সিটির পালকি পার্টি সেন্টারে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে। এর পরদিন  ১৫ আগস্ট রাতে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দোয়া-মাহফিল হবে ব্রুকলীনে রাধুনি রেস্টুরেন্টে।  
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগেও দোয়া-মাহফিল হবে ১৫ আগস্ট সন্ধ্যায় জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে।
সূত্র: এনআরবি নিউজ, নিউইয়র্ক

 
Electronic Paper