ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভারতীয়কে হত্যার দায়ে মার্কিন নাগরিকের যাবজ্জীবন

ডেস্ক রিপোর্ট
🕐 ৯:২৮ পূর্বাহ্ণ, মে ০৫, ২০১৮

যুক্তরাষ্ট্রের কানসাস রাজ্যে শুক্রবার মার্কিন এক নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

ভারতীয় অভিবাসী শ্রীনিবাসকে গুলি করে হত্যা করায় তাকে এ সাজা দেয়া হয়। গুলি করার সময় সে ‘আমার দেশ থেকে বেরিয়ে যাও’ বলে চিৎকার করতে থাকে। খবর এএফপি’র।
এরআগে অ্যাডম পুরিন্টন নামের এ ব্যক্তি জাতিগত হামলার দায় স্বীকার করেছিল। গত বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলীয় এ রাজ্যের একটি রেস্তোরাঁয় সে ওই উন্মত্ত হামলা চালায়।
কানসাস সিটির শহরতলী ওলাথিতে হামলায় শ্রীনিবাস কুচিভোলতা (৩২) নিহত হয়। এ হামলায় তার ভারতীয় বন্ধু অলক মাদাসানি ও সাথে এক পথচারী আহত হয়। আয়ান গ্রিলট হামলায় বাধা দেয়ার চেষ্টা করছিল।
প্রসিকিউটরের দপ্তর জানায়, এ হত্যার দায়ে ৫২ বছর বয়সী পরিন্টনকে সর্বোচ্চ সাজা দেয়া হয়েছে।

 
Electronic Paper