ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিশ্বসেরা মসজিদ পরিচিতি

ভোপালের তাজ-উল মসজিদ

ডেস্ক রিপোর্ট
🕐 ৪:৫১ অপরাহ্ণ, মে ০৩, ২০১৮

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা লাখ লাখ মসজিদের কোনোটি ঐতিহাসিক কারণে বিখ্যাত, আবার কোনোটি অত্যাধুনিক নকশা ও নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে আলোচিত। সে সব মসজিদের পরিচিতি প্রতি শুক্রবার খোলা কাগজের পাঠকদের জন্য প্রকাশ করা হচ্ছে। আজ থাকছে...

ভোপালে অবস্থিত তাজ-উল মসজিদ। এটি ভারতের সর্ববৃহৎ ও এশিয়ার অন্যতম বড় মসজিদ। মুঘল স¤্রাট বাহাদুর শাহ জাফরের শাসনামলে নবাব শাহাজাহান বেগম মসজিদটির নির্মাণ শুরু করেন। কিন্তু তিনি পুরোপুরি নির্মাণ কাজ শেষ করে যেতে পারেননি। পরবর্তী সময়ে তার মেয়ে সুলতানা জাহান বেগম তার জীবদ্দশায় এর কাজ অনেকটাই এগিয়ে নেন। তবে ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের পর ফান্ডের অভাবে মসজিদটির নির্মাণ অসমাপ্ত থেকে যায়। ১১৪ বছর পর ১৯৭১ সালে আল্লামা মুহাম্মাদ ইমরান খান নদভী আজহারি এবং মাওলানা সাইয়্যেদ হাসমত আলী ফের এর নির্মাণকাজ শুরু করেন। ১৯৮৫ সালে নির্মাণকাজ শেষ হয়। মসজিদটির তিনটি গম্বুজ ও দুটি সুউচ্চ মিনার। মসজিদের ভেতর ও বাইরে মিলে এক লাখ ৭৫ হাজার লোক একসঙ্গে নামাজ পড়তে পারেন।

 

 
Electronic Paper