ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

খালেদার মুক্তি আন্দোলন

হাই কমান্ডের নীরবতায় নিউইয়র্ক বিএনপির ক্ষোভ

খোলা কাগজ ডেস্ক
🕐 ৫:৪০ অপরাহ্ণ, এপ্রিল ০২, ২০১৯

স্বাধীনতা দিবস উপলক্ষে নিউইয়র্ক সিটি বিএনপির ব্যানারে ৩১ মার্চ রাতে জ্যাকসন হাইটসে সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক।

এতে হাই কমান্ডের সমালোচনা করে বক্তব্য দেন তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারপার্সন ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আকতার হোসেন বাদল। দেড় বছরেও বেগম জিয়াকে মুক্তির দাবিতে জোরদার কোন আন্দোলনের আভাস নেই কেন- এমন প্রশ্ন করেন তিনি।

জয়নাল ফারুক এমন বক্তব্য না দেয়ার আহ্বান জানিয়ে এক পর্যায়ে বলেন, তাহলে আমাকে সভাস্থল ত্যাগ করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদিন ফারুক বলেছেন, ধীরে ধীরে আন্দোলনের পথে হাঁটছে বিএনপি। এ নিয়ে হতাশ হবার কিছু নেই। সময় মতো সবকিছু করা হবে।

সভায় আরও ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির বিলুপ্ত কমিটির সভাপতি আব্দুল লতিফ সম্রাট, সহ-সভাপতি গিয়াস আহমেদ বলেছেন, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবরউদ্দিন, নিউইয়র্ক স্টেট বিএনপির প্রধান উপদেষ্টা জসীমউদ্দিন, তারেক পরিষদের যুগ্ম মহাসচিব আবেদীন রনী, বিএনপি নেতা খলকুর রহমান, জাহাঙ্গির সোহরাওয়ার্দী প্রমুখ বক্তব্য রাখেন একইদাবিতে।

সূত্র : এনআরবি নিউজ, নিউইয়র্ক

 
Electronic Paper