ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

স্বাধীনতা দিবস উপলক্ষে রিয়াদে শিবচর আ.লীগের আলোচনা

খোলা কাগজ ডেস্ক
🕐 ৮:৩৫ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৯

৪৮তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছে রিয়াদ প্রবাসী শিবচর উপজেলা আওয়ামী লীগ (ফ্রেন্ডস অব বাংলাদেশ)।

বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি হলরুমে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি ড. রেজাউল করিম মিলন। প্রধান বক্তা ছিলেন রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশের সহসভাপতি আব্দুর রহমান চৌধুরী।

প্রবাসী শিবচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদ মুন্সির সভাপতিত্বে সাধারণ সম্পাদক মান্নান মাতবরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশ (রিয়াদ আওয়ামী লীগ) এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুরাদ, সহসভাপতি জহিরুল হক ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক ইছা উল্লাহ, সহসাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, রিয়াদ মহানগর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ টিপু সুলতান, সহসভাপতি নন্দলাল সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরকান শরীফ প্রমুখ।

বক্তব্য রাখেন প্রবাসী শিবচর আওয়ামী লীগের সহসভাপতি হাফিজুর রহমান, লতিফ ফকির, প্রবাসী গোপালগন্জ ঐক্য ফোরামের সহ-সভাপতি জসিম ফকির, সাধারণ সম্পাদক জাহিদ গাজী, রিয়াদ মহানগর যুবলীগ নেতা নিখিল দাসসহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে ড. রেজাউল করিম মিলন বলেন, পরাধীন হলেই স্বাধীনতার স্বাদ নেওয়া যায়। স্বাধীনতা একদিনে আসেনি। বঙ্গবন্ধু ১৯৪৭ সাল থেকেই বাংলাদেশকে স্বাধীন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। কিন্ত আজকে স্বাধীনতা নিয়ে একটি মহল মিথ্যাচার করছে।

তিনি আরও বলেন, আজকে তারই কন্যা শেখ হাসিনা বাংলাদেশের হাল ধরেছেন। তার হাত ধরে আজ বিশ্ব দরবারে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হচ্ছে, মহাকাশে গেছে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধ-১। এছাড়াও বেশ কিছু মেগা প্রকল্পের কাজ চলছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে উল্লেখিত "গ্রাম হবে শহর" বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।

 
Electronic Paper