ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

স্বাধীনতা দিবস উপলক্ষে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সমাবেশ

খোলা কাগজ ডেস্ক
🕐 ৭:৫৬ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৯

স্বাধীনতা দিবস উপলক্ষে সমাবেশ করেছে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ। সমাবেশ থেকে সকলকে বাংলাদেশের এগিয়ে চলার সমর্থনে আন্তর্জাতিক জনমত সুদৃঢ় করার আহ্বান জানানো হয়।

মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যায় ৪৯তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জ্যাকসন হাইটসে তিতাস পার্টি হলে এ সমাবেশের আয়োজন করা হয়।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী তার সমাপনী বক্তব্যে উল্লেখ করেন, ‘প্রধানমন্ত্রী হাসিনার দূরদর্শিতাপূর্ণ নেতৃত্বে বাংলাদেশ আজ আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ এক অবস্থানে উন্নীত হয়েছে। বাংলাদেশের এই এগিয়ে চলার অবিস্মরণীয় ঘটনাবলি পাশ্চাত্যের বন্ধুদের কাছে সবিস্তারে উল্লেখ করতে হবে দলীয় নেতা-কর্মীদের। কারণ, একাত্তরের পরাজিত শক্তি এবং তাদের দোসরেরা প্রতিনিয়ত বাংলাদেশ বিরোধী অপতৎপরতা চালাচ্ছে।’

জাকারিয়া উল্লেখ করেন, ‘একাত্তরের ঘাতকেরা বিপুল অর্থ ব্যয়ে ওয়াশিংটনে লবিস্ট ফার্ম ভাড়া করেছে। এক্ষেত্রে পিছিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। তারা চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছেন যুক্তি-তর্কের মাধ্যমে ওই সব জঘন্য মিথ্যাচারের জবাব দিতে। মহানগর আওয়ামী লীগের কর্মীদের এ ব্যাপারে অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে। তাহলেই স্বাধীনতার স্বপ্ন পূরণ সহজতর হবে।’

‘সব ধরনের দ্বিধা-দ্বন্দ্ব পরিহার করে শেখ হাসিনার উন্নয়ন-অগ্রগতির সাথে সকলকে একাত্মতা প্রকাশ করতে হবে। তাহলেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা রচনার পথ ত্বরান্বিত হবে’-উল্লেখ করেন জাকারিয়া।

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া বলেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বঙ্গবন্ধু স্বাধীন একটি ভূখন্ড দিয়ে গেছেন। সেটি এখন সোনার বাংলায় পরিণত হচ্ছে বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যার নেতৃত্বে। তবে এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রবাসীদেরও ভূমিকা থাকতে হবে।’

সাংগঠনিক সম্পাদক শিবলী সাদিক শিবলুর পরিচালনায় এ সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরল আমিন বাবু, সহ-সভাপতি মাসুদ হোসেন সিরাজি, আব্দুল মতিন পারভেজ, আলমগীর মিয়া, উপদেষ্টা আব্দুল হাই জিয়া, যুগ্ম সম্পাদক সুব্রত তালুকদার, আস্রাব আলী খান লিটন, খায়রোল ইসলাম খোকন, সাংস্কৃতিক সম্পাদক সাহাবউদ্দিন লিটন, সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা মোস্তফা কামাল পাশা মানিক, ওজনপার্ক আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম খলিল, কুইন্স আওয়ামী লীগের সহ-সভাাপতি সমিরুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান চৌধুরী, নাজিম উদ্দিন, মো. দিদার, রাজ চৌধুরী, লিটন প্রমুখ।

সূত্র : এনআরবি নিউজ, নিউইয়ক

 
Electronic Paper