ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে মালয়েশিয়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা

খোলা কাগজ ডেস্ক
🕐 ৮:৪৫ অপরাহ্ণ, মার্চ ০৯, ২০১৯

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মালয়েশিয়া কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাসে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শনিবার সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় ৫ থেকে ১৩ বছর বয়সী প্রায় ২৮ জন শিশু অংশ গ্রহন করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ফলাফল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ১৭ মার্চ অনুষ্ঠিত হবে।

দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সন্তানদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে জানতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন দূতাবাসের শ্রম শাখার প্রথম সচিব মো: হেদায়েতুল ইসলাম মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন, প্রথম সচিব কন্স্যুলার মো: মাসুদ হোসেইন, প্রথম সচিব বাণিজ্য মো: রাজিবুল আহসান, পাসপোর্ট ও ভিসা শাখার প্রথম সচিব মো: মশিউর রহমান তালুকদার, শ্রম শাখার ২য় সচিব মো: ফরিদ আহমেদ সহ দূতাবাসের সকল কর্মকর্তা বৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা রাশেদ বাদল, মাসুদ রানা, রাহাদুজ্জামান, মুশফিকুর রহমান রিয়াজ প্রমূখ।

 
Electronic Paper