ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চবি এলামনাইয়ের সভাপতি আজিজ-সেক্রেটারি ইকবাল

খোলা কাগজ ডেস্ক
🕐 ৮:৩০ অপরাহ্ণ, মার্চ ০৭, ২০১৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন, উত্তর আমেরিকা ইন্ক -এর নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি পদে মুহাম্মদ আবদুল আজিজ নঈমী পুনঃনির্বাচিত ও এস. এম. ইকবাল ফারুক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

৩ মার্চ রোববার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে টক অব দ্যা টাউন রেস্টুরেন্ট মিলনায়তনে নতুন কার্যকরী কমিটি (২০১৯-২০২০) -এর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর শাহনেওয়াজ ডিকেন্স, সাবেক সভাপতি রেজাউল করিম সগীর, সাবেক সাধারণ সম্পাদক সামছুদ্দীন আজাদ, সদ্য বিদায়ী সিনিয়র সহ-সভাপতি আবদুল আউয়াল শামীম, অধ্যাপক এ. কে. আখতার হোসেন, চাকসুর সাবেক ম্যাগাজিন সম্পাদক অধ্যাপক সুদীপ্ত দেব, আবু তালেব চৌধুরী চান্দু, শামছুন্নাহার শিল্পী, আয়েশা আক্তার (হ্যাপী), খালেদা হাসান, বিলকিস বানু লাইজু, জেবুন্নাহার বেলাসহ বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক প্রাক্তন ছাত্র-ছাত্রী ছিলেন।

প্রধান নির্বাচন কমিশনার বিষ্ণু গোপ নতুন কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন। তাকে সহযোগিতা করেন দুই নির্বাচন কমিশনার অধ্যাপক গোলাম মোহাম্মদ মুহিত ও অধ্যাপক লুৎফুর রহমান। উল্লেখ্য, কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

কমিটির অপর কর্মকর্তারা হলেন: সহ-সভাপতি-হাসান মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক আবুল কাসেম, কোষাধ্যক্ষ- মোহাম্মদ আমিনুল ইসলাম, গণসংযোগ ও সাংগঠনিক সম্পাদক রতন চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক- শিবলী ছাদেক, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক শাহেদ আলী, কার্যকরী সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ নিজাম উদ্দিন, মুহাম্মদ এয়াকুবউদ্দিন চৌধুরী, অধ্যাপক ছন্দা বিন্তে সুলতান, মোহাম্মদ মঞ্জুর হাছান, সলিল কুমার চৌধুরী, মোহাম্মদ আবদুস সবুর খাঁন, মোহাম্মদ আনোয়ারুল করিম ও মোহাম্মদ মাহবুবুল মওলা।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর সংগঠনের পুননির্বাচিত সভাপতি মুহাম্মদ আবদুল আজিজ নঈমীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নতুন কার্যকরী কমিটিকে শুভেচ্ছা জানিয়ে এবং সংগঠনের বর্তমান অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদানের সংকল্প ব্যক্ত করেন সকলে।

সূত্র : এনআরবি নিউজ, নিউইয়র্ক

 
Electronic Paper