ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পার্থক্য

জুবায়েদ মোস্তফা
🕐 ৩:২৭ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২১

পার্থক্য

সাদা কালো সবই খুব যতনে বিধাতা করেছে তৈরি,
রূপের মোহে অন্ধ হয়ে, শুধু শুধু কেন এত বাহাদুরি?
বিধাতার কোন সৃষ্টির উপর নেই যে কারো হাত,
বাহ্যিক সৌন্দর্য নিয়ে কেন একে অপরকে করে আঘাত?
বিধাতার কাছে সবই সহজ, ধ্বংস কিংবা গড়া, 

অযথা সকল প-শ্রম, অবুঝের মত মানুষ চালায় সৌন্দর্যের মহড়া।
নিজের চরকায় তেল না দিয়ে, অন্যের পিছে ছুটে যারা,
নিজের আসল সত্তাকে কখনো চেনে না নিজেরা।
মরীচিকার পিছে ছুটে বোকার স্বর্গে বসবাস করছে তারা।

সৃষ্টি করলে ভগ্ন করা যায়, দিতে হয়না ভাঙা-গড়ার পসরা,
কিন্তু মানুষের তো একটাই হৃদয়, ভেঙে গেলে আর তো লাগে না জোড়া।
মানুষকে নিছক তুচ্ছ করে, অহেতুক যারা দেয় অন্যকে কষ্ট,
তারাও একদিন হায় হায় করে, যখন হয় আপন সৌন্দর্য নষ্ট।
বিধাতার সৃৃষ্টি সবাই শ্রেষ্ঠ, কেবল ভুল মানুষেরাই অন্যকে ভাবে নিকৃষ্ট।

সদস্য, এগারজন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper