ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন উদ্যম

মেহেরাবুল ইসলাম
🕐 ২:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন উদ্যম

‘নতুন ভোরের প্রত্যয়ে’ এই স্লোগান নিয়ে জাতীয় দৈনিক খোলা কাগজের পাঠক ফোরাম ‘এগারজন’র জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মেহেরাবুল ইসলাম সৌদিপ ও সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন একই সেশনের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আহনাফ তাহমিদ। এগারজন’র সম্পাদক নুরে রোকসানা সুমির নির্দেশনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থীদের নিয়ে এ কমিটি গঠন করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস, ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোস্তফা কামাল, বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম সাদেককে উপদেষ্টা ও খোলা কাগজের জবি প্রতিনিধি মুজাহিদ বিল্লাহকে সমন্বয়ক করে এ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

কমিটিতে সহসভাপতি পদে রয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সুমন। এ ছাড়াও সহ-সম্পাদক হিসেবে রয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহারিয়ার, সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী অনন্য প্রতীক রাউত, প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থী শিবলী নোমান খান। কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ফিল্ম অ্যান্ড টেলিভিশনের খায়রুল হাসান আকাশ, বাংলা বিভাগের রিদুয়ান ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের রুকাইয়া মিজান মিমি, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সানজিদা মাহমুদ মিষ্টি ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মেহরাব হোসেন অপি। সভাপতি মেহেরাবুল ইসলাম সৌদিপ বলেন, দেশ-বিদেশে দৈনিক খোলা কাগজ পত্রিকা পাঠকদের চাহিদা পূরণ করতে ব্যাপক ভূমিকা রেখে চলছে। এর পাঠক ফোরাম এগারজনও বিভিন্ন সামাজিক কাজে ভূয়সী প্রশংসায় ভূষিত হয়েছেন। এরই ধারাবাহিকতায় এগারজনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার কমিটি গঠন করা হয়েছে। সবার সহযোগিতায় ভালো কিছু করার চেষ্টা থাকবে সবসময়। এ কমিটির সবাই পড়াশোনার পাশাপাশি সাহিত্য, সাংস্কৃতিক চর্চা ও সামাজিক কর্মকাণ্ডের অংশীদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সাধারণ সম্পাদক আহনাফ তাহমিদ বলেন, ‘এগারজন’ প্ল্যাটফর্মটির মাধ্যমে আমরা আমাদের মেধাকে আরও বিকশিত করতে পারব এবং এর পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে সমাজের মানুষের সেবা করতে পারব। এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করায় দৈনিক খোলা কাগজকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কমিটির সবাই বিভিন্ন সামাজিক কাজ, বিতর্ক প্রতিযোগিতা, মুক্ত আলোচনা, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। খোলা কাগজ পাঠক ফোরাম এগারজন’র জবি শাখার সব সদস্য বিভাগীয় সম্পাদককে আন্তরিক ধন্যবাদ জানান।

সভাপতি, এগারজন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper